ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

টয়ার কী হলো? (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, মে ১৬, ২০১৭
টয়ার কী হলো? (ভিডিও) 'রূপ’ ছবির দৃশ্যে টয়া

লাক্সতারকা টয়ার ‘গ্ল্যামারাস ইমেজ’টাই দর্শকের চোখে পড়ে। মডেলিং কিংবা অভিনয়ে নিজেকে সেভাবেই উপস্থাপন করেছেন তিনি। কিন্তু এবার ঘটলো ব্যতিক্রম। একটি গানের বিভিন্ন চিত্রে অন্য টয়াকে দেখে ভক্তরা একটু নড়েচড়েই বসবেন।

অনলাইনে মুক্তি পেয়েছে ভিকি জাহেদ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রূপ’-এর প্রমোশনাল মিউজিক ভিডিও। টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত গানটিতে টয়ার ব্যতিক্রমী উপস্থিতি চোখে পড়লো।

 
সাড়ে ৪ মিনিট ব্যপ্তির ‘চল না আজ’ গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান। এর কথা লেখার পাশাপাশি সুর ও সংগীতায়োজন করেছেন মাহামুদ হায়াৎ অর্পণ।  

ছবিটিতে মুমতাহিনা টয়ার সঙ্গে জুটি বেঁধেছেন সাগর আহমেদ। গত বছর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বখাটে’তে অভিনয় করে বেশ প্রশংসিত হন টয়া। ‘রূপ’ তার দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্য ছবি।

‘রূপ’ সম্পর্কে টয়া বলেছেন, “প্রায়ই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব আসে। সব মিলিয়ে করা হয় না। তবে ‘রূপ’-এর গল্প অসাধারণ। এখানে আমার মুখের এক পাশ ঝলসানো। প্রথমবারের মতো এমন চরিত্রে কাজ করেছি। ”

'রূপ’-এর গল্প লিখেছেন পরিচালক ভিকি জাহেদ নিজেই। তিনি জানান, সৃষ্টির আদিকাল থেকেই পৃথিবীতে শারীরিক ও মানসিক সৌন্দর্যের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। সে দ্বন্দ্বের গল্পকেই এক নতুন আঙ্গিকে দর্শকদের সামনে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে।

এস বি ফুডের ব্যানারে তৈরি ‘রূপ’ প্রযোজনা করেছেন খলিলুর রহমান। সঙ্গে আছে টাইগার মিডিয়া। ভিকি জাহেদের অষ্টম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এটি। এর আগে ‘মোমেন্টস’, ‘অবিশ্বাস’, ‘মায়া’, ‘দেয়াল’, ‘অক্ষর’, ‘দূরবীন’ ও ‘বীর’ তৈরি করেন এই তরুণ নির্মাতা।  

* ‘চল না আজ’ গানের ভিডিও:  

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।