সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, অন্তর্জাল দুনিয়ায় ছড়িয়ে পড়েছে শাহরুখ খানের একটি মার্কশিট। যেখানে দেখা যাচ্ছে, ইংরেজিতে মাত্র ৫১ নম্বর পেয়েছিলেন বলিউডের এই সুপারস্টার।
দিল্লির হংসরাজ কলেজে ইকোনমিক্স অনার্স নিয়ে পড়াশুনা করেছেন শাহরুখ। প্রকাশ হওয়া মার্কশিটটি হংসরাজ কলেজের বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।
জানা গেছে, ‘দিল্লি ইউনিভার্সিটি টাইমস’ নামে একটি ওয়েবসাইট চালান মিলহাজ হোসেন নামে দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। সেই ওয়েবসাইটের অ্যাডমিন তিনি। আর তিনিই শাহরুখের মার্কশিটটি প্রকাশ করেছেন।
এ প্রসঙ্গে মিলহাজ বলেন, ‘অনলাইনে এই মার্কশিট প্রকাশ করা হয়েছে এটা বোঝানোর জন্য যে পরীক্ষার নম্বর কোনও কাজে আসে না, যদি কেউ কঠোর পরিশ্রমী ও নিজের জীবনের লক্ষ্য নিয়ে সচেতন হয়। ’
তিনি নিজের ওয়েবসাইটে লিখেছেন, ‘শাহরুখ ছাড়া ছাত্রদের সামনে আর কে বড় উদাহরণ হতে পারেন? আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের উৎসাহ দিয়ে থাকি। তাছাড়া তারকা পোস্ট সব সময়ে ছাত্রছাত্রীদের বেশি আকৃষ্ট করে। তাই এখানে যখন কিং খানের দৃষ্টান্ত দেওয়া হলো, ভিড় তো এমনিতেই বাড়বে। ’
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মে ১৭, ২০১৭
বিএসকে/এসও