জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস তারকা নায়ক শাকিব খানের স্ত্রী— এই তথ্য ফাঁস হওয়ার পর থেকেই চতুর্মুখি সঙ্কটে পড়েন কিংখান। একটি মন্তব্যকে পুঁজি করে পরিচালক সমিতি নিষেধাজ্ঞা দিয়ে, উকিল নোটিশ পাঠিয়ে ও চলমান ছবির (রংবাজ) শুটিং বন্ধ করে শাকিবকে ‘শায়েস্তা’ করেছে।
সবশেষ এফডিসির সার্বিক পরিস্থিতি নিয়ে কড়া মন্তব্য করায় এক কালের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজের বিরুদ্ধে ফুঁসেছেন পরিচালকেরা। তিনিও পেয়েছেন ‘নিষেধাজ্ঞা’র চিঠি, তবে তা গ্রহণ না করে সমিতি থেকে তার সদস্যপদ বাতিল করে দেওয়ার আহবান করেছেন এই নায়ক। এমন ঘটনায় ক্ষুব্ধ নায়করাজ রাজ্জাকের পরিবার। সবমিলিয়ে চলছে সমালোচনা।
বছরের শুরুতে নির্বাচনে জয় পাওয়ার পর থেকে (সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদিউল আলম খোকন) মোটাদাগে একটি বনভোজন, মিলাদ মাহফিল ও তিনজনকে নিষেধাজ্ঞার চিঠি দেওয়ার কাজ সফলভাবে করেছে পরিচালক সমিতি।
সমালোচকদের প্রশ্ন, এর বাইরে তাদের অর্জন কি? অনেকে বলছেন, ভুল পথে হাঁটছে সমিতি। ব্যক্তিগত রেষারেষিকে সাংগঠিকভাবে মোকাবেলা করা হচ্ছে।
চলচ্চিত্রপ্রেমীদের প্রত্যাশা, নিষেধাজ্ঞা নয়, দেশীয় চলচ্চিত্রের বৃহত্তর স্বার্থে শিল্পীদের সঙ্গে সুসম্পর্ক রেখেই তাদের এগিয়ে যেতে হবে। কারোর পথ রুদ্ধ করে বা বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করে আর যাই হোক, পদ প্রতীষ্ঠা কিংবা ভালো সিনেমা কোনোটাই সম্ভব নয়। পাশাপাশি সমালোচনা হজম করে কাজে প্রমাণ দেওয়ার মানসিকতাও অর্জন করতে হবে নির্মাতদেরকে।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, মে, ১৯, ২০১৭
এসও