ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাপ্পার সুরে জুয়েল

সুরে সুরে আবার দেখা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, মে ১৮, ২০১৭
সুরে সুরে আবার দেখা হাসান আবিদুর রেজা জুয়েল ও বাপ্পা মজুমদার, ছবি-রাজীন চৌধুরী-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আইয়ুব বাচ্চুর সুর-সংগীতে ১৯৯৩ সালে বাজারে আসে ‘কুয়াশা প্রহর’ নামে একটি অ্যালবাম। গায়ক হাসান আবিদুর রেজা জুয়েল। অভিষেক অ্যালবামেই শ্রোতাদের মোহাবিষ্ট করেন তিনি। এরপর নয়টি এককসহ কিছু মিশ্রতে গেয়েছেন জুয়েল। তার অধিকাংশ অ্যালবামের সুরকার ও সংগীতায়োজক আইয়ুব বাচ্চু। আরেকজন আছেন বাপ্পা মজুমদার।

২০০৩ সালে জুয়েলের জন্য ‘ফিরতি পথে’ অ্যালবামটি তৈরি করেন বাপ্পা মজুমদার। এটি ছিলো জুয়েলের অষ্টম একক।

দীর্ঘদিন পর এলো জুয়েলের নতুন একক। এতে থাকছেন বাপ্পা। জুয়েলের ১০ম এককের নাম ‘এমন হলো কই’। ১৪ মে মোড়ক খোলা হলো এর। এ উপলক্ষে এদিন দুপুরে জুয়েলকে শুভকামনা জানাতে বিশ্বসাহিত্য কেন্দ্রে এসেছিলেন সংগীতপ্রিয় মানুষেরা।

অতিথিদের মধ্যে ছিলেন সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবু, পার্থ মজুমদার, বাপ্পা মজুমদার, গীতিকার জুলফিকার রাসেল প্রমুখ।

ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজটোয়েন্টিফোর.কমজুয়েল জানান, শাহান কবন্ধের কথায় বাপ্পার সুর-সংগীতে অ্যালবামটি তৈরি হয়েছে। একাধিক গানের মিউজিক ভিডিও আসবে।

বাপ্পার সঙ্গে তার একটি ডুয়েট অ্যালবাম বের হয়েছিলো। নাম ছিলো ‘একই শহরে’। এ ছাড়া বিভিন্ন মিশ্রতেও তার সুরে গেয়েছেন। দ্বিতীয়বারের মতো জুয়েলের একক তৈরি করলেন বাপ্পা।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।