ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

৭০তম কান চলচ্চিত্র উৎসব

দীপিকার দেখা না দেখা মুহূর্তগুলো

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, মে ১৯, ২০১৭
দীপিকার দেখা না দেখা মুহূর্তগুলো দীপিকা পাড়ুকোন (ছবি: সংগৃহীত)

গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরেই বুধবার সন্ধ্যা সোয়া ৭টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১১টা) ৭০তম কান উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রথম দিনেই লরিয়াল প্যারিসের শুভেচ্ছাদূত হয়ে কানের লালগালিচায় হেঁটেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

এ বছর ভারতীয় তারকাদের মধ্যে দীপিকাই প্রথম হাঁটলেন কানের লালগালিচায়। মারচেসা ব্র্যান্ডের হালকা বেগুনি রঙা স্বচ্ছ গাউন, ডি গ্রিসোজোনোর গহনা ও জিমি চুর ডিজাইন করা জুতা পরে হাজির হয়েছিলেন ৩১ বছর বয়সী এই অভিনেত্রী।

দীপিকা পাড়ুকোন (ছবি: সংগৃহীত)উৎসবের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৮ মে) সকালে হলুদ গাউন পরেছিলেন দীপিকা। এদিন সবুজ রঙা গাউন পরে লালগালিচায় হাঁটেন তিনি। লরিয়াল প্যারিসের দূতিয়ালি করতে গত ১৬ মে কানে এসে পৌঁছান তিনি। ওইদিন তাকে দেখা গেছে ক্লো ব্র্যান্ডের হলুদ টপস ও নীল জিন্সে।

দীপিকা পাড়ুকোন (ছবি: সংগৃহীত)এবারই প্রথম নয়, ২০১০ সালেও কানে পড়েছিলো দীপিকার পা। চলুন ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক ৭০তম কান চলচ্চিত্র উৎসবে দীপিকার দেখা না দেখা মুহূর্তগুলো।

লালগালিচায় হাঁটার আগে সাজসজ্জা নিয়ে ব্যস্ত দীপিকা পাড়ুকোন (ছবি: সংগৃহীত)

লালগালিচায় হাঁটার আগে সাজসজ্জা নিয়ে ব্যস্ত দীপিকা পাড়ুকোন (ছবি: সংগৃহীত)

লালগালিচায় হাঁটার জন্য প্রস্তুতি নেওয়ার পাশাপাশি খাওয়াটাও সেরে নিচ্ছেন দীপিকা পাড়ুকোন (ছবি: সংগৃহীত)

সাজসজ্জা শেষে দীপিকা পাড়ুকোন (ছবি: সংগৃহীত)

লালগালিচায় হাঁটার আগে হলুদ পোশাক পরে সংবাদ সম্মেলনে দীপিকা পাড়ুকোন (ছবি: সংগৃহীত)

লালগালিচায় হাঁটার আগে দোলনায় দুলছেন দীপিকা পাড়ুকোন (ছবি: সংগৃহীত)

কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন গাঢ় সবুজ রঙা পোশাক পরে লালগালিচায় দীপিকা পাড়ুকোন (ছবি: সংগৃহীত)

লালগালিচায় হাঁটার পাশাপাশি প্রসাধনী সামগ্রী কেনাকাটাতেও ব্যস্ত ছিলেন দীপিকা পাড়ুকোন (ছবি: সংগৃহীত)

লালগালিচায় হাঁটার পাশাপাশি পোশাক কেনাকাটাতেও ব্যস্ত ছিলেন দীপিকা পাড়ুকোন (ছবি: সংগৃহীত)

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, মে ১৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।