এ ঘটনা বিস্মিত করেছে বিশ্ববাসীকে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বয়ে যাচ্ছে নিন্দার ঝড়।
মার্কিন গায়িকা টেলর সুইফট তার টুইটারে লিখেছেন, ‘ম্যানচেস্টার ট্রাজেডির জন্য আমার চিন্তা, প্রার্থনা ও অশ্রু রইলো। আমি আমার সকল ভালোবাসা উজাড় করে দিচ্ছি। ’
মার্কিন র্যাপার নিকি মিনাজ তার টুইটারে জানান, ‘আমার বোন আরিয়ানা ও নিহত সকলের পরিবারের জন্য খুব খারাপ লাগছে। কতোগুলো নিষ্পাপ জীবন হারিয়ে গেলো! আমি দুঃখিত। ’
শুধু হলিউড নয়, বলিউড তারকারাও সামাজিক যোগাযোগ মাধ্যগুলোতে তাদের নিন্দা ও দুঃখ প্রকাশ করছেন।
‘কোয়ান্টিকো’ তারকা প্রিয়াঙ্কা চোপড়া টুইটারে লিখেছেন, ‘আমার দোয়া রইলো মার্কিন গায়িকা আরিয়ানা গ্র্যান্ডে ও আহত সকলের প্রতি। কি হচ্ছে এসব পৃথিবীতে?’
শাহরুখ খান লিখেছেন, ‘এতোগুলো জীবন হারিয়ে একটি দিন শুরু করা সত্যি কষ্টদায়ক। ম্যানচেস্টার হামলার নিহতদের পরিবারের জন্য প্রার্থনা রইলো। ’
সম্প্রতি লন্ডন থেকে ‘জুড়ুয়া টু’ ছবির দৃশ্যধারণ করে ফিরেছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’খ্যাত এই তারকা টুইটারে লিখেছেন, ‘সকালে ম্যানচেস্টার অ্যারেনায় হামলার ঘটনায় ঘুম ভাঙলো। সত্যি বেদনাদায়ক। এটি মানবতার ওপর আক্রমণ। ’
আলিয়া ভাট দুঃখ প্রকাশ করে জানান, ‘এটি সত্যি দুঃখজনক। প্রতি মাসে এসব ঘটনা কিভাবে ঘটে? অসহায়বোধ করছি। হামলায় আহত ও তাদের পরিবারের জন্য সমবেদনা রইলো। ’
অভিনেত্রী আনুশকা শর্মা বলেছেন, ‘আহতদের জন্য দোয়া রইলো। ’
আরও দুঃখ প্রকাশ করেছেন প্রযোজক করণ জোহর, চিত্রনাট্যকার চেতন ভগাত, অভিনেতা রণবীর সিং, অভিনেত্রী সোনম কাপুর, শ্রদ্ধা কাপুর, মডেল-অভিনেত্রী রোচেলে রাও প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মে ২৩, ২০১৭
বিএসকে/এসও