বুধবার (২৪ মে) দুপুরে চ্যানেল আই ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এ সময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারোয়ার, শিল্পী শাহীন সামাদ এবং নজরুল সংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক।
এর আগে আইএফআইসি ব্যাংক-চ্যানেল আই নজরুল মেলায় সম্মাননা পেয়েছেন সংগীতগুরু সোহরাব হোসেন, সুধীন দাশ, সংগীতজ্ঞ ফিরোজা বেগম, নজরুল গবেষক রফিকুল ইসলাম, শিল্পী খালিদ হোসেন, ফেরদৌসী রহমান, মুস্তাফা জামান আব্বাসী, ফেরদৌস আরা প্রমুখ।
আয়োজকরা সংবাদ সম্মেলনে জানান, ২৫ মে বিকেলে মেলার উদ্বোধনী পর্বে অংশ নেবেন শিল্পী-সাহিত্যের মানুষেরা। চ্যানেল আইয়ের পর্দায় সরাসরি উপভোগ করা যাবে নজরুল মেলা তথা সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এসও