‘রাক্ষুসী’ নাটকের দৃশ্য
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ আয়োজন থাকছে বিভিন্ন টেলিভিশনে। এর মধ্যে মাছরাঙা টিভিতে ২৫ মে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে কবির গল্প অবলম্বনে তৈরি টেলিছবি ‘রাক্ষুসী’।
এর নাট্যরূপ দিয়েছেন আসাদুজ্জামান সোহাগ। এটি পরিচালনা করেছেন রুশো রকিব।
‘রাক্ষুসী’তে অভিনয় করেছেন শর্মীমালা, শাহাদাৎ, নাজিরা মৌ প্রমুখ।
এদিকে একই চ্যানেলে দুপুর ১টা ৩০ মিনিটে প্রচার হবে নজরুলের গল্প অবলম্বনে মুস্তাফা মনোয়ারের পাপেট শো ‘খুকি ও কাঁঠবিড়ালি’। রাত ১১টায় ‘তোমায় গান শোনাবো’ অনুষ্ঠানে সরাসরি সংগীত পরিবেশন করবেন নাশিদ কামাল।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এসও
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।