ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চলচ্চিত্র শিল্পী নেতাদের শ্রদ্ধা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, মে ২৭, ২০১৭
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চলচ্চিত্র শিল্পী নেতাদের শ্রদ্ধা ছবি: সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি। শনিবার (২৭ মে) বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সমিতির নেতারা। ফুল দেওয়ার পর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন নতুন কমিটির সভাপতি মিশা সওদাগর, সহ-সভাপতি রিয়াজ ও নাদের খান, সাধারণ সম্পাদক জায়েদ খান, সাংগঠনিক সম্পাদক সুব্রত, কোষাধ্যক্ষ কমল, কার্যনির্বাহী পরিষদের সদস্য রোজিনা, অঞ্জনা, আলীরাজ, নানা শাহ, পপি, সাইমন সাদিক, জেসমিন ও নাসরিন।

কমিটির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সেখানে উপস্থিত ছিলেন আরও অনেকে।

তাদের মধ্যে রয়েছেন অভিনেতা ফারুক, অভিনেত্রী কবরী, আনোয়ারা, মুক্তি প্রমুখ।  

শিল্পীরা জানান, বঙ্গবন্ধুর সাহসী পদক্ষেপে চলচ্চিত্রাঙ্গনে তারা সুন্দরভাবে কাজ করতে পারছেন। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশীয় চলচ্চিত্রকে এগিয়ে নিতে তারা কাজ করবেন।  

এদিকে একই দিন বিকেল সাড়ে ৫টায় বঙ্গভবনে যাচ্ছেন সমিতির নেতারা। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা করবেন তারা।  

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মে ২৭, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।