২৭ মে কমিটি যে ব্যানার নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিলো, সেখানে বঙ্গবন্ধুর নাম লেখা হয়েছিলো ‘শেখ মুজিবর রহমান’। এ ঘটনায় সমালোচনার মুখে পড়ে কমিটি।
‘অনাকাঙ্খিত’ সেই ভুলের জন্য সোমবার (২৯মে) বিকেলে সভাপতি মিশা সওদাগর সমিতির পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন। এ ব্যাপারে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। দুঃখজনক হলেও সত্যি যে, ক্ষমা প্রার্থণার এই বাক্যটিও অশুদ্ধ ও ভুলে ভরা।
মিশার লেখাটি হুবহু তুলে ধরা হলো— ‘আমি ও আমার পরিষদ, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বানানটির প্রিন্টিং মিস্টেক আমাদের ব্যানারে হওয়াতে, অত্যন্ত লজ্জিত ও ক্ষমা প্রার্থী। আমি ও আমার পরিষদ এর মূল উদ্দেশ্য ও দায়িত্ব ছিল উনার প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো, যেটা এই প্রথম বারের মত বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতি করেছে। ধন্যবাদ। ’
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মে ২৯, ২০১৭
এসও