ছবি: সংগৃহীত
‘বেওয়াচ’ ছবির মাধ্যমে হলিউডে আত্মপ্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এতে তিনি সহশিল্পী হিসেবে পেয়েছেন ‘দ্য রক’খ্যাত তারকা ডোয়াইন জনসনকে। বর্তমানে ছবিটির প্রচারণার জন্য বার্লিনে রয়েছেন পিসি। আর সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। যেখানে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাপ করছেন ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকা।
এর ক্যাপশনে ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী লিখেছেন, ‘সময় বের করে আমার সঙ্গে দেখা করার জন্য ধন্যবাদ নরেন্দ্র মোদী স্যার। একই সময়ে বার্লিনে থাকাটা সত্যি কাকতালীয় ব্যাপার। ’
অর্থনীতি, বিজ্ঞান, প্রতিরক্ষা, প্রযুক্তি এবং পরমাণু সংক্রান্ত বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনার জন্য সোমবার (২৯ মে) জার্মানি, স্পেন, রাশিয়া এবং ফ্রান্স ইউরোপের এই চারটি দেশে সফরের জন্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এই ইউরোপ সফরে তার প্রথম গন্তব্য বার্লিন, যেখানে তিনি মঙ্গলবার (৩০ মে) দেখা করেন চ্যান্সেলর অ্যাঞ্জেলো মর্কেলের সঙ্গে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মে ৩০, ২০১৭
বিএসকে/এসও
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।