ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শিল্পী আব্দুল জব্বারের পাশে দাঁড়ালেন সানোয়ারার এমডি

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, মে ৩১, ২০১৭
শিল্পী আব্দুল জব্বারের পাশে দাঁড়ালেন সানোয়ারার এমডি অমর শিল্পী জব্বারের পাশে দাঁড়ালেন সানোয়ারার এমডি মুজিবুর

চট্টগ্রাম: ‘সালাম সালাম হাজার সালাম’, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো, ‘তারা ভরা রাতে, ‘ওরে নীল দরিয়া’সহ অসংখ্য অমর গানের শিল্পী আব্দুল জব্বার দীর্ঘদিন ধরে অসুস্থ। চিকিৎসাধীন আছেন শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।

‘চিকিৎসার অভবে দীর্ঘদিন ধরে তিনি কষ্ট পাচ্ছেন-সামাজিক যোগাযোগ মাধ্যাম ফেসবুকে একজনের এমন স্ট্যাটাস থেকে এই খবর জানতে পেরে তার পাশে দাড়িয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির বড় ছেলে, সানোয়ারা গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান।

তিনি বুধবার (৩১ মে) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন মহান এই শিল্পীর হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন।

চেক প্রদানকালে মুজিবুর রহমান বলেন, ‘দেশের মহান মহান এই গুণীজনদের তার পড়ন্ত বেলায় কেউ কদর করছে না। অথচ মুক্তিযোদ্ধারা এই আব্দুল জব্বার, আপেল মাহামুদ, মাহমুদুন্নবীদের গান শুনে দেশকে হানাদারমুক্ত করেছিলেন। তাদের গানের পুষ্টি নিয়েই আমরা ছোট থেকে বড় হয়েছি। তাদের গানের আবেগে আমরা বাংলাকে বারবার ভালোবেসেছি। সুতরাং এই শিল্পীর দুঃসময়ে সবার থাকা উচিত। আমি এই গুণী শিল্পীর জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছি। ’

উল্লেখ্য, স্বাধীনতা যুদ্ধের সময় আব্দুল জব্বার হারমনিয়াম গলায় ঝুঁলিয়ে সারা কলকাতার বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে গিয়ে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেছেন। তখন স্বাধীন বেতারে করেছেন অসংখ্য গান।

শুধু তা নয়, মুক্তিযুদ্ধকালীন আব্দুল জব্বার সারা ভারতে বিভিন্ন স্থানে গনসংগীত করে তা থেকে প্রাপ্ত ১২ লাখ টাকা স্বাধীন বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিলে দান করেছিলেন। তিনি স্বাধীনতা পদক, একুশে পদকসহ বিভিন্ন আন্তর্জাতিক পদক অর্জন করেছেন। তাঁর শারীরিক অবস্থা খুব একটা ভালো না। বর্তমানে কিডনীর অবস্থা শোচনীয়, হার্টের বাল্ব নষ্টসহ পুরো শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

বর্তমানে তাঁর চিকিৎসা করাতে ৮০ লাখ থেকে ১ কোটি টাকা প্রয়োজন হবে বলে জানা যায়।

মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাতকালে শিল্পী আব্দুল জব্বার জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসাবাবদ ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন। বাকি বড় অঙ্কের টাকা তিনি কিভাবে জোগাড় করবেন তা নিয়ে চিন্তায় আছেন।

শিল্পী আব্দুল জব্বার এসময় বলতে থাকেন, ‘যখন লাইফ সাপোর্টে থাকবো তখন দেখতে যাবেন, মারা গেলে শহীদ মিনারে নিয়ে ফুল দেবেন, দাফন করার সময় রাষ্ট্রীয় স্যালুট দেবেন !’

এরপর কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘এইসব আমার কিছু দরকার নেই। আমি আরও কিছুদিন বাঁচতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মে ৩১, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।