ঈদে দর্শকের বিনোদনের অন্যতম বড় মাধ্যম দেশীয় চলচ্চিত্র। আসছে ঈদে মুক্তি পেতে পারে চারটি ছবি।
সাম্প্রতিককালে দেশীয় প্রেক্ষাগৃহে ওপার বাংলার শ্রাবন্তী, নুসরাত, পাওলি দামের ছবি মুক্তি পেলেও বাদ ছিলেন শুভশ্রী। দুটি ছবির মাধ্যমে অভিষেক হতে যাচ্ছে তার। পর্দাযুদ্ধে তার প্রতিদ্বন্দ্বী দেশীয় দুই নায়িকা অপু বিশ্বাস ও বুবলী। আর নুসরাত ফারিয়া আছেন একই ছবিতে। শাকিবের সঙ্গে ‘নবাব’ সফল হলে যৌথ প্রযোজনার ছবিতে তার চাহিদা বাড়বে। এ ক্ষেত্রে কিং খানকে ভরসা করতে পারেন শুভশ্রী। তবে তার জন্য বোনাস হতে যাচ্ছে জিতের সঙ্গে ‘বস টু’। অন্তত একটি ছবি সফল হলেও পার পেয়ে যাবেন শুভশ্রী।
এবার আসা যাক অপু বিশ্বাসের প্রসঙ্গে। দীর্ঘ বছর ধরে উৎসবে সফল ছবি উপহার দেওয়া নায়িকা অপু ‘রাজনীতি’র প্রচারে মাঠে নেমেছেন। ঝকঝকে ও আলোচিত দুই ছবি ‘নবাব’ আর ‘রংবাজ’-এর দুই নায়িকা শুভশ্রী ও বুবলী আছেন তার প্রতিদ্বন্দ্বী হিসেবে। নায়ক স্বামী শাকিবসহ পর্দায় ফিরছেন এই নায়িকা। তার চ্যালেঞ্জটা অন্যদের চেয়ে আলাদা।
তবে লক্ষণীয় যে, অপুর কামব্যাক ছবি ‘রাজনীতি’ নিয়ে শাকিব খানের আগ্রহ চোখে পড়ছে না। এখন পর্যন্ত তিনি ফেসবুকে ‘নবাব’-এর প্রচারকেই প্রাধান্য দিচ্ছেন। আর এখনও শুটিং চলমান ‘রংবাজ’-এর মুক্তি নিয়েও লড়ছেন ‘সুপারস্টার’। এ অবস্থায় ‘রাজনীতি’ ব্যর্থ হলে অপু বিশ্বাসই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। শাকিব কি তেমনটাই চাইছেন?
সব ঠিক থাকলে ঈদের তারকাযুদ্ধে প্রথমবারের মতো সামিল হতে যাচ্ছেন আলোচিত নায়িকা বুবলী শবনম। ‘রংবাজ’ ঘিরে তিনিও থাকবেন স্নায়ুযুদ্ধে। কারণ প্রতিষ্ঠিত তিন নায়িকা অপু বিশ্বাস, শুভশ্রী ও নুসরাত ফারিয়া থাকছেন তার প্রতিদ্বন্দ্বী হিসেবে। সব মিলিয়ে তার পাশ নম্বরও শাকিব খানের হাতে।
এদিকে গত ঈদুল ফিতরেও শাকিব খানের তিনটি ছবি মুক্তি পেয়েছিলো, সঙ্গে ছিলো জিতের ‘বাদশা’। এবারও একই চিত্র। ওই ঈদে যৌথ প্রযোজনার ‘শিকারি’ আলোচিত হলেও ‘বাদশা’ ব্যবসায়িকভাবে খানিকটা এগিয়ে ছিলো। এবার ‘নবাব’ ও ‘বস টু’ কি একই পথে হাঁটবে?
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মে ০২, ২০১৭
এসও