রোববার (৪ মে) বিকেলে বাংলানিউজের কার্যালয়ে এ নিয়ে কথা বলছিলেন নাটক ও চলচ্চিত্রের ব্যস্ততম অভিনেত্রী নওশাবা। তার মতে, তিনটি নাটক ভিন্ন কারণে গুরুত্বপূর্ণ।
তাহসান, আফরান নিশো ও আশীষ খন্দকার— এই তিন গুণী অভিনেতার সঙ্গে কাজ করেছেন নওশাবা। নাটকগুলো হলো যথাক্রমে ‘দূরবীনে প্রেম’, ‘যে তুমি হরণ করো’ ও ‘শেষটা অন্যরকম হতে পারতো’। এগুলো পরিচালনা করেছেন রাজীব সরকার, মাহমুদ দিদার ও গৌতম কৈরী।
নওশাবা জানান, ‘দূরবীনে প্রেম’-এ তাহসান ও নওশাবা স্বামী-স্ত্রী। দু’জনের ভালোবাসায় কমতি নেই। তবু স্ত্রীর মনে হয়, স্বামীর সঙ্গে গালে গাল মিশিয়ে সেলফি তুলতে পারলে আরও ভালো লাগতো। কিন্তু স্বামী এই প্রবণতার বাইরের মানুষ। এ নিয়েই গল্প।
‘যে তুমি হরণ করো’ তৈরি হয়েছে অমর কবি আবুল হাসানের বিখ্যাত কবিতার ছায়া নিয়ে। এখানে চিত্রনায়িকার চরিত্রে থাকছেন নওশাবা। তার ভক্ত আফরান নিশো। এতে আরও আছেন শার্লিন।
আয়নাবাজি সিরিজের নাটক ‘শেষটা অন্যরকম হতে পারতো’। এখানে নওশাবা মঞ্চকর্মী। আশীষ খন্দকারের পাশাপাশি এতে আরও আছেন মম। বিশ্বনন্দিত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত ‘ওথেলো’ নাটকের আবহ থাকছে এই নাটকে।
এদিকে ঈদে একটি অনুষ্ঠান সঞ্চালনায় পাওয়া যাবে নওশাবাকে। ‘কণ্ঠতারকা’ নামের অনুষ্ঠানটির দৃশ্যধারণ এরই মধ্যে শেষ হয়েছে। এতে নওশাবার অতিথি হিসেবে আছেন মাজহারুল ইসলাম, সুমনা হক, চৌধুরী জাফরউল্লাহ শরাফত। এটি প্রচার হবে এনটিভির ঈদ অনুষ্ঠানমালায়।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জুন ০৪, ২০১৭
এসও