ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘দ্য মামি’ নিয়ে ঢাকায় টম ক্রুজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, জুন ৫, ২০১৭
‘দ্য মামি’ নিয়ে ঢাকায় টম ক্রুজ ছবি: সংগৃহীত

১৯৯৯ সালে মুক্তি পাওয়া পর্দা কাঁপানো হলিউড ব্লকবাস্টার ‘দ্য মামি’ ফের দর্শকের সামনে আসছে নতুন আঙ্গিকে। এবার  ছবিটির প্রধান চরিত্রে থাকছেন তারকা অভিনেতা টম ক্রুজ। তার সঙ্গে রয়েছেন অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রো, অ্যানাবেল ওয়ালিস, সোফিয়া বাউতেলাসহ আরও অনেকে।  ‘দ্য মামি’ বিশ্বব্যাপী মুক্তির দিন থেকেই দেখতে পাবেন ঢাকার দর্শক। 

ছবিটিতে টম ক্রুজের যুক্ত হওয়ার খবর প্রকাশের পর থেকে শুরু হয় জল্পনা-কল্পনা, অপেক্ষা। ইউনিভার্সেল পিকচার্সের ব্যানারে ৯ জুন মুক্তি পেতে যাচ্ছে ‘দ্য মামি’।

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ছবিটি। এর আগেই ৮ জুন সন্ধ্যায় ছবিটি উপভোগের সুযোগ পাচ্ছেন আমন্ত্রিত অতিথিরা। এ উপলক্ষে ইফতার পার্টির আয়োজন করেছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।  

ফারাওদের যুগের এক হতভাগ্য রাজকন্যাকে নিয়ে ‘দ্য মামি’র গল্প, যে কি-না পিরামিডের ঘুম থেকে হঠাৎ জেগে উঠেছে। সোফিয়া বাউতেলা অভিনয় করেছেন মামির চরিত্রে। নেভি সিলের একজন কর্মকর্তা হিসেবে ক্রুজ লড়াই করবেন অভিশপ্ত মমিদের বিরুদ্ধে। আর রাসেল ক্রো পর্দায় আবির্ভূত হবেন খুনে মেজাজের চিকিৎসক জেকিলের ভূমিকায়। দর্শকদের জন্য এরই মধ্যে সতর্কবার্তা জানিয়েছেন ৫২ বছর বয়সী অভিনেতা ক্রো। তিনি বলেছেন, ‘আমার চরিত্রটিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা দর্শকদের দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়াবে। ’

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জুন ০৫, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।