জাহিদ হাসান ও মৌসুমী হামিদ, ছবি: রাজীন চৌধুরী
সাজ্জাদ পেশায় প্রাইভেট ডিটেকটিভ। একদিন সকালে একটি কেস এসে হাজির। অহনা নামে একজন নারীকে ফলো করতে হবে। কোথায় থাকে, কোথায় যায়, কি করে— প্রভৃতি জানতে হবে । কেসটা নিয়ে এসেছে অহনার স্বামী নবীন। সাজ্জাদ প্রথমে রাজি ছিলো না। অন্যের স্ত্রীর উপর নজরদারি, এটা কেমন কথা ! কিন্তু পকেটের কাহিল পরিস্থিতির কথা ভেবে কাজটা নিলো সাজ্জাদ।
গোয়েন্দাগিরি করতে গিয়ে সাজ্জাদকে ছদ্মবেশ নিতে হয়। কখনো ফল বিক্রেতা, কখনো চানাচুরওয়ালা, কখনো সিএনজি চালকের বেশ নেয় সাজ্জাদ।
এভাবে ফলো করতে গিয়ে একবার ধরাও পড়ে সে, ফলাফল উত্তম-মধ্যম।
এক সময় অহনাকে ভালো লেগে যায় সাজ্জাদের। এরই মধ্যে সে জানতে পারে যে, অহনা নবীনের স্ত্রী নয়, কাহিনি অন্য।
এমন গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘গোয়েন্দা ঘটক’। সম্প্রতি উত্তরায় এর দৃশ্যধারণে অংশ নিয়েছেন জাহিদ হাসান, মৌসুমী হামিদ, আরফান আহমেদ প্রমুখ। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় এটি তৈরি করেছেন সৈয়দ শাকিল। ঈদুল ফিতর উপলক্ষে ‘গোয়েন্দা ঘটক’ প্রচার হবে একটি বেসরকারি টিভি চ্যানেলে।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জুন ১০, ২০১৭
এসও
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।