ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হৃদয়ে বাবা, প্লে লিস্টে বাবার গান 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
হৃদয়ে বাবা, প্লে লিস্টে বাবার গান  ছবি: প্রতীকী

জীবনের রূঢ় বাস্তবতা যার কাঁধে বাসা বাঁধে তিনি একটু অন্যভাবেই দেখেন পৃথিবীকে। তার অভিজ্ঞতার পাহাড় স্পর্শ করা সম্ভব নয় কোনো সন্তানের পক্ষে। কাজেই জন্মদাতা বাবাকে পুরোটা বুঝতে পারাও সন্তানের পক্ষে অসম্ভব। সন্তানের চোখে বাবাদের অবয়বটাই এমন— একটু গম্ভীর, কঠিন। আসলেই কি জন্মদাতারা এমন? 

বাবার হাতের আঙুল ধরে হাঁটতে শেখা, তার সাহসেই বাঁচতে শেখা, তিনিই প্রথম শিক্ষক জীবনের। জীবনের সিনেমায় বাবা খুব গুরুত্বপূর্ণ এক চরিত্র।

যুগে যুগে মায়ের জীবনসঙ্গী এই বাবার জন্য তৈরি হয়েছে কতো গাঁথা, কবিতা ও গান! বাবা দিবস (১৮ জুন) উপলক্ষে তাকে উৎসর্গ করে তেমনই কয়েকটি গান উপভোগ করা যাক। সবার হৃদয়ে থাকুক বাবা, প্লে লিস্টে বাজুক বাবার গান—  

* হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদারের ‘আয় খুকু আয়’

* সাবিনা ইয়াসমিনের ‘আমার পৃথিবী বলতে’  

* এন্ড্রু কিশোরের ‘আমার বাবার মুখে’

* শামীমা ইয়াসমিন দিবার ‘বাবা বলে গেলো’

* আইয়ুব বাচ্চুর ‘বাবা তোমার কথা মনে পড়ে’

* জেমসের ‘বাবা কতো দিন দেখি না তোমায়’

* আগুনের ‘বাবা বলে ছেলে নাম করবে’ 

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।