এদিকে যৌথ প্রযোজনা ইস্যুতে কথা বলেছেন অভিনেতা ওমর সানি। তিনি বলেছেন, ‘আগে আমাদের চলচ্চিত্র, তারপর ভিন্ন দেশ।
ওমর সানি দেশীয় চলচ্চিত্র নির্মাতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আপনারা হিট, সুপার হিট ছবি উপহার দেওয়ার চেষ্টা করুন এবং দেখান। শিল্পীরা হচ্ছে কালার, যে পাত্রে দিবেন সেটাই ধারণ করবে। একজনের ওপর নির্ভর কেন করছি, একজনের ওপর নির্ভর না করে আরেকজন বানাতে পারি না কেন?’
চলচ্চিত্রে এখনকার প্রবণতা নিয়ে সানি বলেন, ‘আমরা একজন আরেক জনের দোষ ধরা নিয়ে ব্যস্ত থাকি। ৯০ দশকে যখন ছবি হতো বেশি তখন নেতা ছিলো কম। এখন ছবির সংখ্যা কম নেতার সংখ্যা বেশি। আমরা এগুলো ছাড়ি। আসুন আমাদের চলচ্চিত্রকে বাঁচাই, আমরা নিজেরাও বাঁচার চেষ্টা করি। ’
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
এসও