এবার উৎসবে দেশে নেই তিশা। দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে চীন ও রাশিয়ার উদ্দেশে ঈদের আগে দেশ ছেড়েছিলেন তিনি।
আলোচিত ছবি ‘ডুব’ নিয়ে ২০তম সাংহাই চলচ্চিত্র উৎসব (১৭-২৫ জুন) শেষ করে ঐতিহ্যবাহী মস্কো আন্তর্চাতিক চলচ্চিত্র উৎসবে (২২-২৯ জুন) সশরীরে উপস্থিত হয়েছেন এই অভিনেত্রী ও তার স্বামী নির্মাতা মোস্তফার সরয়ার ফারুকী। তিনি ফেসবুকে জানিয়েছেন ইরফান খান ও তিশার ‘ডুব’ মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কমেট সান জুরি প্রাইজ’ পেয়েছে। উৎসব ছাড়াও দর্শনীয় স্থানে ঘুরে বেড়ানোর বেশ কিছু স্থিরচিত্র ফেসবুকে শেয়ার করেছেন ফারুকী ও তিশা।
এদিকে ঈদ উপলক্ষে বিভিন্ন চ্যানেলে প্রচারিত তিশা অভিনীত কয়েকটি নাটক নজর কেড়েছে। এর মধ্যে মিজানুর রহমান আরিয়ানের ‘প্রিয় নীতু’, ওয়াহিদ তারেকের ‘১৩৩৩’, আশফাক নিপুনের ‘ছেলেটি কিন্তু ভালো ছিলো’ প্রভৃতি নাটকগুলো অন্যতম।
এরই ধারাবাহিকতায় মাহমুদ দিদারের রচনা ও পরিচালনায় টেলিছবি ‘সে এক প্রেম আছে’ প্রচারের অপেক্ষায়। বাংলাভিশনে এটি দেখানো হবে ঈদের ষষ্ঠ দিন (১ জুলাই) দুপুর ২টা ১০ মিনিটে।
নাটকটির গল্পে দেখা যাবে, লীলাবতী (তিশা) পরিচয়হীনভাবে বড় হওয়া এক তরুনী। ছোটো খাটো স্ট্রিট খেলা দেখিয়ে সে চলে, স্বভাবে স্বাধীনচেতা। রওশনেরও (ইমন) ছিলো ছিন্নমূল শৈশব। লীলাবতীর সাথে নিঃস্বার্থ প্রেমের সম্পর্ক তার। শহরের মাফিয়া মাস্টার ভাই (মামুনর রশিদ) মানুষকে দিয়ে বিভিন্ন কায়দা কানুন করে অর্থ রোজগার করে। হিংস্র প্রকৃতির মানুষ। লীলাবতীর স্বপ্ন শহরের সব ছিন্নমূল মানুষ হবে এক একজন ম্যাজিশিয়ান। রওশনকে নিয়ে সে গড়ে তুলে যাদুর এক স্কুল! প্রতিভাবান ছিন্নমূল শিশুদের নিয়ে শুরু হয় তার নতুন যাত্রা।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুন ৩০, ২০১৭
এসও