প্রীতম ও শাহতাজ
শাহতাজ মডেল-অভিনেত্রী, কিন্তু গানও গেয়েছেন। প্রীতম হাসান গায়ক, তিনিও করেছেন অভিনয়। ক’দিন আগে দু’জনকে পাওয়া গেলো একটি মিউজিক ভিডিওতে। যেখানে ‘জাদুকর’ হয়েছেন প্রীতম আর শাহতাজ রাজকুমারি।
‘আসো মামা হে’, ‘লোকাল বাস’-এর পর প্রীতম ‘জাদুকর’ গানটি নিয়ে এসেছেন গানচিল মিউজিকের ব্যানারে। ২৫ জুন প্রকাশিত ভিডিওটি এখন পর্যন্ত দেখা হয়েছে প্রায় আট লক্ষবার।
নাটকের আদলে তৈরি ভিডিও আর গান সম্পর্কে দর্শকের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন প্রীতম-শাহতাজ জুটি। ফেসবুকে একটি ভিডিওতে দর্শকদের প্রশ্ন করার আহবান জানান তারা। ফেসবুকে হ্যাশট্যাগ যুক্ত করে প্রীতম বা শাহতাজ কিংবা জাদুকর লিখে প্রশ্নগুলো করতে হবে। সেখান থেকে নির্বাচিত ৩০টি প্রশ্নের উত্তর দেওয়া হবে।
প্রীতম বাংলানিউজকে বলেন, “আমার আগের গানগুলোর মতোই সমাদৃত হয়েছে ‘জাদুকর’। আমাদের মনে হয়েছে, সাড়ে ১২ মিনিটের একটি গান-ভিডিও মানুষ ধৈর্য্য নিয়ে দেখেছেন, প্রতিক্রিয়া জানিয়েছেন, এটি বিশাল কিছু। এ কারণে দর্শক-শ্রোতাকে কৃতজ্ঞতা জানাতে চাই। পাশাপাশি গান ও ভিডিও নিয়ে তাদের মজার মজার কিছু প্রশ্নের জবাব দেবো আমরা। সব মিলিয়ে তাদের সঙ্গে আড্ডা দেওয়াই মূল উদ্দেশ্য। ”
* ‘জাদুকর’-এর ভিডিও:
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৭
এসও
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।