বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পর অনেক কিছুই পাল্টে গেছে। নন্দিত অভিনেত্রী মৌসুমীকে ‘বয়স্ক’ অভিনেত্রী বলে সম্বোধন করায় সমালোচনার মুখে পড়েছেন শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা।
শনিবার (৮ জুলাই) সন্ধ্যায় এফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে বসে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেছেন মিশা। এ সময় উপস্থিত ছিলেন সমিতির অন্য নেতা ও শিল্পীরা। এই তালিকায় আছেন রিয়াজ, পপি, জায়েদ খান, অঞ্জনা প্রমুখ।
এদিন সমিতির কার্যালয়ে কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন ফেরদৌস। শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগে উপস্থিত সাংবাদিকের সঙ্গে আলাপকালে পদত্যাগকারী নেত্রী মৌসুমীকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন মিশা। মৌসুমীকে ‘বয়স্ক অভিনেত্রী’ সম্বোধন করার কারণ জানতে চাইলে কৌশলে উত্তর দেন দাপুটে এই খলনায়ক।
এ সময় মিশা বলেন, ‘তার (মৌসুমী) প্রতি সম্মান জানাতেই বয়স্ক বলেছি। অন্য কিছু নয়। মানে, তিনি অনেক সিনিয়র অভিনেত্রী। সেই ১৯৯২ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে শুরু করেছেন। অনেক দিন ধরেই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। ফলে তিনি সব বিষয়েই জানেন, বোঝেন। ’
এ ব্যাপারে মৌসুমী কিংবা ওমর সানীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে, এর জবাব মিলবে অচিরেই।
মৌসুমীর পদত্যাগ শিল্পী সমিতি ভালোভাবে গ্রহণ করেনি, এমনটিই ফুটে উঠেছে মিশার বক্তব্যে। মিশা বলেন, ‘উনি কলেজ পাশ করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা (নির্বাচন) দিয়েছেন। পাসও করেছেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হননি। তার মানে তিনি এই বিশ্ববিদ্যালয়ের (শিল্পী সমিতি) শিক্ষার্থীই নন। কারণ তিনি শপথ গ্রহণ করেননি। যিনি আমাদের শিক্ষার্থী নন, তাকে নিয়ে ভাববার কিছু নেই। তিনি বয়স্ক অভিনেত্রী, তাকে আমরা সম্মান করি। ’
নবনির্বাচিত কমিটি কিছুদিন আগে শপথ নেওয়ার সময় দেশের বাইরে ছিলেন ফেরদৌস। আনুষ্ঠানিকভাবে সমিতির কার্যালয়ে এদিন কার্যনির্বাহী সদস্য হিসেবে এই নায়ককে শপথ পাঠ করান সভাপতি মিশা সওদাগর।
বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৭
এসও