বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২৫টি ক্ষেত্রে চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’ দেওয়া হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, ২৪ জুলাই সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান।
এবার আজীবন সম্মাননা (যুগ্মভাবে) দেওয়া হচ্ছে অভিনেত্রী শাবানা ও কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমানকে। শ্রেষ্ঠ অভিনেতা (যুগ্মভাবে) হয়েছেন শাকিব খান (আরো ভালোবাসব তোমায়) ও মাহফুজ আহমেদ (জিরো ডিগ্রি)। শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন জয়া আহসান (জিরো ডিগ্রি)। এবার সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক পুরস্কার পেয়েছে রিয়াজুল রিজু পরিচালিত ‘বাপজানের বায়স্কোপ’ ছবিটি।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
এসও