ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সুবর্ণার দুই ছবি ডিসেম্বরে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
সুবর্ণার দুই ছবি ডিসেম্বরে সুবর্ণা মুস্তাফা, ছবি: রাজীন চৌধুরী

‘ঘুড্ডি’, ‘নয়নের আলো’, ‘সুরুজ মিয়া’, ‘অপহরণ’, ‘পালাবি কোথায়’ প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন সুবর্ণা মুস্তাফা। বড়পর্দায় কালেভদ্রে দেখা গেলেও ছোটপর্দাতেই বেশি সক্রিয় জনপ্রিয় এই অভিনেত্রী। দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে ফিরছেন তিনি। একটি নয়, ডিসেম্বরে মুক্তি পাবে সুবর্ণা অভিনীত দুটি ছবি।

২০ অক্টোবর মুক্তি পাওয়ার কথা ছিলো সরকারি অনুদানের ছবি ‘গহীন বালুচর’। কয়েকটি কারণে এর মুক্তি পিছিয়েছে।

বছরের শেষ ‍শুক্রবার (২৯ ডিসেম্বর) মুক্তি পাবে সুবর্ণার এই ছবি। এর আগেই ২২ ডিসেম্বর  আসছে এই অভিনেত্রীর আরেক ছবি ‘আঁখি ও তার বন্ধুরা’। দুটি ছবিই সরকারি অনুদানে তৈরি।

মুহম্মদ জাফর ইকবালের গল্প ‘আঁখি ও তার বন্ধুরা’কে বড়পর্দায় নিয়ে আসছেন মোরশেদুল ইসলাম। এই জুটির আগের কাজ ‘দীপু নাম্বার টু’ ও ‘আমার বন্ধু রাশেদ’ বেশ প্রশংসিত হয়েছিলো। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন সুবর্ণা মুস্তাফা।

দৃশ্য: ‘গহীন বালুর’সম্প্রতি ছবিটির মুক্তির সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন সংশ্লিষ্টরা। এ নিয়ে একটি টেলিভিশন অনুষ্ঠানে কথা বলেছেন তারা। এতে উপস্থিত ছিলেন সুবর্ণা।  

এদিকে শিশুতোষ ছবিটির প্রচারে আগেভাগেই মাঠে নেমেছেন নির্মাতা ও অন্যরা। জানা গেছে, এরই মধ্যে সারা দেশের এক হাজার স্কুলে ‘আঁখি ও তার বন্ধুরা’র ৭ মিনিটের একটি প্রমো পাঠানো হয়েছে।  

‘আঁখি ও তার বন্ধুরা’ চলচ্চিত্রটি নিয়ে আশাবাদী সুবর্ণা। দেশে শিশুদের উপজীব্য করে নিয়মিত কাজ না হওয়ায় কিছুটা হতাশা ব্যক্ত করেছেন এই অভিনেত্রী।  

ছবিটিতে অভিনয় করেছেন জাহিন নাওয়ার হক, অনন্য সামায়েল, জুয়াররিয়া আহমেদ, অরিয়ানা কবির, শাকিল আহমেদ, আইমান মাহমুদ, আবদুস শিহাব, সৈয়দ আশিকুজ্জামান, ধ্রুবন্তী ও নাভিদ হাসান। সুবর্ণা মুস্তাফার পাশাপাশি আরও আছেন তারিক আনাম খান, আল মনসুর, এস এম মহসিন, মান্নান হীরা, মুনিরা ইউসুফ মেমি, সুস্মিতা সিনহা প্রমুখ। সরকারি অনুদানপ্রাপ্ত ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে মনন চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।

দৃশ্য: ‘আঁখি ও তার বন্ধুরা’এদিকে ‘গহীন বালুচর’ তৈরি করেছেন সুবর্ণার স্বামী বদরুল আনাম সৌদ। এটি তার প্রথম ছবি। সুবর্ণা ছাড়া আরও অভিনয় করেছেন নবাগত নীলাঞ্জনা নীলা, আবু হুরায়রা তানভীর ও জান্নাতুন নূর মুন। অন্যরা হলেন রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, জিতু আহসান, শাহাদাৎ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।