ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

গান-নৃত্য-নাটকে উৎসবমুখর নভেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
 গান-নৃত্য-নাটকে উৎসবমুখর নভেম্বর ছবি: প্রতীকী

শীত যেন উৎসবের ঋতু। হেমন্তের শেষভাগ থেকে শুরু হয় সেই আমেজ। সংস্কৃতি অঙ্গনের নানা আয়োজনই এর অন্যতম কারণ। পুরো নভেম্বর তাই হয়ে ওঠে উৎসবের মাস।

এবারও গান-নৃত্য আর নাটক নিয়ে কয়েকটি উৎসব থাকছে পুরো নভেম্বর জুড়ে। ঢাকা ও ঢাকার বাইরেও দর্শক টানবে বেশ কিছু অয়োজন।

দেশের উৎসবের আবহ নিয়ে কলকাতাও মাতাবে একটি নাট্যদল। এবার জানা যাক বিস্তারিত— 

মঞ্চে ইতিহাসের মহানায়কেরা 
উপমহাদেশের মূলধারার ইতিহাস থেকে নির্মিত সাতটি মঞ্চনাটক নিয়ে উৎসব আয়োজন করেছে ইউনিভার্সেল থিয়েটার। উৎসবের শিরোনাম ‘ইতিহাসের মহানায়কেরা’। ৪-১০ নভেম্বর এ উৎসব অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে।

৪ নভেম্বর আয়োজন শুরু হবে পালাকারের ‘বাংলার মাটি বাংলার জল’ নাটক দিয়ে। অন্য নাটকগুলো হলো থিয়েটারের ‘বারামখানা’ (৫ নভেম্বর), চট্টগ্রামের শিল্পকলা একাডেমি রেপার্টরির ‘সূর্যসেন’ (৬ নভেম্বর), লোকনাট্য দলের ‘মুজিব মানেই মুক্তি’ (৭ নভেম্বর), ইউনিভার্সেল থিয়েটারের ‘মহাত্মা’ (৮ নভেম্বর), আরণ্যক নাট্যদলের ‘বিদ্যাসাগর’ (৯ নভেম্বর) ও ভারতের কল্যাণী নাট্য ভাবনার ‘শ্রমণ’ (১০ নভেম্বর)।  
আয়োজকরা জানান, প্রতিদিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রধান মিলনায়তনে নাটকগুলো মঞ্চস্থ হবে। উৎসবের শেষ দিন সকাল ১০টায় থাকছে সেমিনার। এতে মূল প্রবন্ধ পাঠ করবেন বিপ্লব বালা। আলোচক হিসেবে থাকবেন ড. ইনামুল হক ও ড. আরিফ হায়দার।

ছবি: সংগৃহীতএকই সঙ্গে নাটক আর গান
১ নভেম্বর শুরু হলো একঝাঁক নৃত্যশিল্পীর অংশগ্রহণে চারদিনের ‘সৃষ্টি-মীনা বাজার নৃত্যনাট্য উৎসব ২০১৭’। জাতীয় শিল্পকলা একাডেমিতে এই আয়োজন চলবে ৪নভেম্বর পর্যন্ত। উৎসবের উদ্বোধনী দিন সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে দেখানো হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘তাসের দেশ’। পরদিন থাকছে রাধা-কৃষ্ণের অমর প্রেম উপাখ্যান নিয়ে শেখ হাফিজুর রহমান রচিত ‘রাইকৃষ্ণ পদাবলী’ নৃত্যনাট্য। ৩ নভেম্বর মঞ্চস্থ হবে আলীবাবা চল্লিশ চোরের কাহিনি থেকে নেওয়া ক্রীতদাস আবদুল্লাহ ও অপরূপা সুন্দরী বাঁদী মর্জিনার প্রেমকাহিনি নিয়ে রচিত ‘বাঁদী-বান্দার রূপকথা’। সমাপনী দিনে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে পদাবলীযাত্রা ‘সোনাই মাধব’। সব নাটকই সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে।

নৃত্যনাট্যগুলোতে অভিনয় করছেন দেশের নামিদামি নৃত্যশিল্পী ও অভিনয়শিল্পীরা। এই তালিকায় আছেন শিবলী মহম্মদ, শামীম আরা নিপা, ওয়ার্দা রিহাব, আনিসুল ইসলাম হিরু, সুকল্যাণ ভট্টাচার্য, ডলি ইকবাল, সাবরিনা নিসা, লিয়াকত আলী লাকি, রোকসানা আক্তার রূপসা, জাহিদুল কবির লিটন, সাব্বির আহমেদ খান বিজু প্রমুখ।  

লোক সুরে মন মজাইয়া…
নৃত্যনাট্যের পাশাপাশি গানের আয়োজনও থাকছে এই নভেম্বরে। যদিও ‘বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব’ পঞ্চম বছরে এসে স্থগিত হয়ে যাওয়ার খবরে অনেকেই নিরাশ হয়েছেন। তবে বরাবরের মতো আর্মি স্টেডিয়ামে চলবে ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’। ৯ নভেম্বর শুরু হতে যাচ্ছে তিনদিনব্যাপী এই উৎসব। ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত দর্শকরা উপভোগ করবেন সুরের সুধা। অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান সান ইভেন্টসের পক্ষ থেকে জানানো হয়, এ বছর বাংলাদেশসহ ৮টি দেশের ১৪০জন শিল্পী উৎসবে সংগীত পরিবেশন করবেন।  

তৃতীয় এ আন্তর্জাতিক লোকসংগীত উৎসবে বাংলাদেশ ছাড়াও যোগ দিচ্ছে ভারত, পাকিস্তান, নেপাল, ইরান, ব্রাজিল, তিব্বত ও মালির খ্যাতিমান শিল্পীরা। গান পরিবেশন করবেন বাংলাদেশের শাহজাহান মুন্সি, আরিফ দেওয়ান, ফকির শাহাবুদ্দিন, শাহনাজ বেলী, শাহ আলম সরকার, আলেয়া বেগম, বাউলা ও বাউলিয়ানা। ভারত থেকে আসছেন নুরান সিস্টার্স ও বাসুদেব বাউল। পাকিস্তান থেকে মিকাল হাসান ব্যান্ড, নেপালের কুটুম্বা, তিব্বতের তেনজিন চোয়েগাল, ইরানের রাস্তাক, ব্রাজিলের মোরিসিওটিজুমবাহ এবংমালির গ্র্যামিজয়ী ব্যান্ড তিনারি ওয়েন।

অনলাইন নিবন্ধনের মাধ্যমে বিনামূল্যে যে কেউ ‍উৎসব উপভোগ করতে পারবেন। ১-৫ নভেম্বর (http://dhakainternationalfolkfest.com/)ওয়েবসাইটে নিবন্ধনের মাধ্যমে তিনদিনের উৎসবের জন্য তিনটি প্রবেশ পাস সংগ্রহ করতে হবে। নির্দিষ্ট তারিখের পাস নিয়ে উৎসব উপভোগ করা যাবে।

কলকাতায় প্রাঙ্গণেমোর নাট্যোৎসব
নিজেদের সাতটি নাটক নিয়ে কলকাতায় উৎসব করতে যাচ্ছে নাট্যদল ‘প্রাঙ্গণেমোর’। এ উৎসবে মঞ্চায়িত হবে শুধুমাত্র প্রাঙ্গণেমোরের দর্শকনন্দিত ৭টি নাটক।  

দলটির অন্যতম নির্দেশক-অভিনেত্রী নুনা আফরোজ জানিয়েছেন, দেশ ও দেশের বাইরের অনেক দর্শকই চান একসঙ্গে প্রাঙ্গণেমোরের বেশ কিছু প্রযোজনা দেখতে। তাদের কথা মাথায় রেখেই কলকাতায় নাট্যোৎসবটি করা হচ্ছে।  

কলকাতার সত্যজিৎ রায় অডিটোরিয়ামে ৩-৮ নভেম্বর এই আয়োজন থাকছে। এর আগে ঢাকায় ১২-১৮ অক্টোবর প্রাঙ্গণেমোরের পরিবেশনা উপভোগ করেছেন অনেকেই। যে নাটকগুলো কলকাতায় দেখানো হবে, সেগুলো হলো— ‘শ্যামাপ্রেম’, ‘শেষের কবিতা’, ‘আওরঙ্গজেব’, ‘ঈর্ষা’, ‘আমি ও রবীন্দ্রনাথ’, ‘কনডেমডসেল’ ও ‘বিবাদী সারগাম’।  

ছবি: সংগৃহীতসিলেটেও উৎসবের রঙ
‘নাটকে সাম্যের আন্দোলন, জীবনের ভাষায় মুক্তি অন্বেষণ’—এই মূলমন্ত্র রেখে ১৯৯৯ সালে যাত্রা শুরু করে দিক নাট্যসংঘ। কালের পরিক্রমায় যা বর্তমানে দিক থিয়েটার নামে পরিচিতি পেয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম এই নাট্যসংগঠন এই দীর্ঘ সময়ে অতিক্রম করেছে আনন্দ-বেদনার পথ।  

পথচলার এই পর্যায়ে এসে দিক থিয়েটার প্রথমবারের মতো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তথা সিলেটে আয়োজন করতে যাচ্ছে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্যোৎসব ২০১৭’।  এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ‘মঞ্চের চিঠি’ শীর্ষক পরিবেশনায় অংশ নেবে স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিষ্ঠিত থিয়েটার ও নাট্যকলা বিভাগ। এ কারণে এই আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘মঞ্চের চিঠি’। সাত দিনব্যাপী(২-৭ নভেম্বর) এই উৎসবে থাকবে দ্রোহ, প্রেম, গান, কবিতার সমন্বয়ে বিভিন্ন পরিবেশনা। ‘দিক আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্যোৎসব ২০১৭’-এর উদ্বোধনী অনুষ্ঠান হবে দুপুর ১২টা ৩০ মিনিটে।  

উৎসবে মঞ্চস্থ হবে ‘ট্রেন টু পাকিস্তান’ (জাহাঙ্গীরনগর থিয়েটার, জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়), ‘আমি মদন বলছি’ (তীর্থক নাটক, রাজশাহী বিশ্ববিদ্যালয়), ‘লেটার টু এ চাইল্ড নেভার বর্ন’ (বুয়েট ড্রামা সোসাইটি, বুয়েট), ‘আমিই তুমি’ (থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ), ‘চে’রসাইকেল’ (দিক থিয়েটার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট)। নাটকের পাশাপাশি থাকছে বাউল ও সাংস্কৃতিক সন্ধ্যা।

বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।