ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

অভিনেতা রজনীকান্ত ‘নেতা’ হতে নামলেন রাজনীতিতে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
অভিনেতা রজনীকান্ত ‘নেতা’ হতে নামলেন রাজনীতিতে রজনীকান্ত (ছবি: সংগৃহীত)

রাজনীতিতে যোগ দেবেন রজনীকান্ত। এ নিয়ে গত কয়েক মাস ধরেই চলছিলো জল্পনা-কল্পনা। অবশেষে সবকিছুর ইতি টেনে রাজনীতিতে প্রবেশের ঘোষণা দিলেন দক্ষিণের জনপ্রিয় এই সুপারস্টার।

গত ২৬ ডিসেম্বর ভক্তদের সমাবেশে রজনী বলেছিলেন, ‘‘রাজনীতির সঙ্গে আমার যোগ নতুন কিছু নয়। ১৯৯৬ সাল থেকেই রাজনীতির সঙ্গে যোগ রেখে চলেছি।

তবে, প্রত্যক্ষ ভাবে রাজনীতিতে আসতে একটু দেরিই হয়ে গেলো। আগামী ৩১ ডিসেম্বর আমার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো। ’’

ছবি: সংগৃহীতযেমন কথা, তেমন কাজ। চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য রোববার (৩১ ডিসেম্বর) সকালে চেন্নাইয়ের রাঘবেন্দ্র মণ্ডপামে হাজির হয়েছিলেন রজনী। এসময় তিনি বলেন, ‘‘দেশের গণতন্ত্র বিপর্যস্ত। রাজনীতিকরা গণতন্ত্রের নামে সাধারণ মানুষের জমি এবং সম্পত্তি হরণ করছেন। এটিই সঠিক সময় পরিবর্তনের। ’’

রজনীর মতে, ‘‘গণতন্ত্রের অবস্থা খুব খারাপ। দেশের অন্যান্য রাজ্য আমাদের (তামিলনাড়ু) নিয়ে মজা করছে। এখন সিদ্ধান্ত নিতে দেরি করলে পরে আফসোস করবো। ’’

ছবি: সংগৃহীতরাজনীতিতে যোগ দেওয়ায় অনেকেই শুভেচ্ছা রজনীকান্তকে। রোববার (৩১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধু ও সহশিল্পী রজনীকান্ত রাজনীতিতে প্রবেশের ঘোষণা দিয়েছেন। তার জন্য রইলো শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি প্রতিটি ক্ষেত্রে সফলতা পাবেন তিনি। ’

দক্ষিণের জনপ্রিয় অভিনেতা কামাল হাসান বলেছেন, ‘রাজনীতিতে প্রবেশের জন্য তোমাকে শুভেচ্ছা আমার ভাই রজনী। স্বাগতম। ’  

রজনীকান্ত ও কামাল হাসানঅভিনেতা রিতেশ দেশমুখ ফেসবুকে লিখেছেন, ‘তিনি তার হৃদয় ও আত্মা শিল্পী রূপে সকলকে দিয়েছেন এবং মানুষের ভালোবাসা তাকে বানিয়েছে সুপারস্টার রজনীকান্ত। রাজনীতিতে যোগ দেওয়ায় আপনার জন্য রইলো শুভকামনা। ’

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।