ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মেলায় অভিনেত্রী সেরা ও নির্মাতা সারোয়ারের বই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
মেলায় অভিনেত্রী সেরা ও নির্মাতা সারোয়ারের বই নিজেদের বই হাতে সেরা যামান ও আহসান সারোয়ার

চলচ্চিত্রে নির্মাণের পাশাপাশি লেখালেখি করেন নির্মাতা আহসান সারোয়ার। তার নির্মিত ‘রং ঢং’ চলচ্চিত্রটি মুক্তির প্রতীক্ষায় রয়েছে। এবার একুশে বইমেলায় এই নির্মাতার নতুন গল্পগুচ্ছের বই ‘শুধু সে থেকে যায়’ প্রকাশ পেয়েছে।

‘রং ঢং’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করছেন মডেল ও অভিনেত্রী সেরা যামান। তারও লেখালেখির হাত ভালো।

এবারের মেলায় প্রকাশ পেয়েছে তার প্রথম উপন্যাস ‘কুহু’। এটি রোমাঞ্চকর একটি প্রেমের উপন্যাস।

‘শুধু সে থেকে যায়’ বইতে রয়েছে ছয়টি গল্প। এগুলো হচ্ছে ‘অনিমার জন্য’, ‘পারমিতার নীল আকাশ’, ‘শুধু সে থেকে যায়’, ‘শ্রীকান্ত ও মায়াকাহিনি-পর্ব ৩’, ‘শমশের বিদ্যা’, ও ‘বাড়ি নম্বর সাতচল্লিশ’।

পরিচালক ও নায়িকার বই দু’টি প্রকাশ করেছে কলি প্রকাশনী। বইমেলার ২৬১-২৬২ নম্বর স্টলে বই দু’টি পাওয়া যাচ্ছে।

আহসান সারোয়ার এর আগে শিশুতোষ চলচ্চিত্র ‘আমরা করবো জয়’ নির্মাণ করেছিলেন। সেরা যামান অভিনয় করেছিলেন ‘৭১ এর নিশান’ ও ‘লাল সবুজের সুর’ চলচ্চিত্রে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
জেআইএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।