দর্শক ও ভক্তদের পাশাপাশি এবার পুত্রের কাছ থেকেও প্রশংসা পেয়েছেন ‘খিলাড়ি’ তারকা। ছবিটি দেখার পর অক্ষয়ের জ্যেষ্ঠ পুত্র আরাভ ভাটিয়া বাবাকে অভিবাদন জানিয়েছেন।
বিষয়টি নিয়ে অক্ষয় বলেন, ‘আমার ছেলে যখন ‘প্যাডম্যান’ দেখলো। তখন সে আমার কাছে এসে আমার পিঠে চাপ দিয়ে বলল, ‘ড্যাড, গুড জব’। আমি যত ছবি করেছি, সবগুলো সে দেখেছে’।
‘আমার জন্য বড় অর্জন হচ্ছে, যখন একজন নির্মাতা শুধুমাত্র আমাকে ভেবেই চলচ্চিত্রের কথা চিন্তা করেন। তারা মনে করেন শুধু আমিই চরিত্রটি করতে পারবো। সেটা যে ধরনেরই ছবি হোক না কেন। এটা আমাকে আনন্দিত করে। ’
গত ৯ ফেব্রুয়ারি ভারতসহ বিশ্বের প্রায় ৫০টি দেশের সাড়ে তিন হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘প্যাডম্যান’। মুক্তির পর থেকেই সবার প্রশংসা ও আলোচনায় রয়েছে ছবিটি। যদিও বক্স অফিসে খুব একটা ভালো ব্যবসা করতে পারছে না ‘প্যাডম্যান’।
মুক্তির প্রথম দিন ছবিটির বক্স অফিসে আয় ছিলো ১০ কোটি রুপি। ১০ দিনে ছবিটি আয় করেছে ৬৮ কোটি ১২ লাখ রুপি।
‘প্যাডম্যান’ ভারতের সামাজিক উদ্যোক্তা অরুনাচালম মুরুগানানথামের বাস্তব জীবনের ঘটনা থেকে নির্মিত। আর বালকি পরিচালিত ছবিটিতে অক্ষয় কুমারের সহশিল্পী সোনম কাপুর ও রাধিকা আপ্তে।
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
জেআইএম/এইচএ/