শ্রীদেবীর মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বলিউড প্রবীণ-নবীন তারকা, পরিচালক-প্রযোজক, খেলোয়াড়সহ নানা পেশার নামীদামী ব্যক্তিবর্গ। বাংলাদেশি তারকারও শ্রীদেবীর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন।
প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা শ্রীদেবীর সঙ্গে তোলা ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘খুব তাড়াতাড়ি চলে গেলেন’।
চিত্রনায়ক ওমর সানী লিখেছেন, ‘বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী আর নেই। শনিবার রাতে দুবাইতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার বয়স ছিলো ৫৪ বছর। তিনি আমার খুব পছন্দের একজন অভিনেত্রী ছিলেন। ’
চিত্রনায়ক আরিফিন শুভ ফেসবুকে শ্রীদেবী অভিনীত ‘মিস্টার ইন্ডিয়া’র ছবি পোস্ট শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আমরা আপনাকে অনেক মিস করবো। ’
বিপাশা কবির লিখেছেন, ‘সকালে ঘুম থেকে চোখ খুলে ফোনটি হাতে নিয়ে ফেসবুক দেখতে গিয়ে এই সংবাদ দেখতে হবে জানা ছিলো না। এখনও বিশ্বাস হচ্ছে না শ্রীদেবী আর নেই। ’
অভিনেতা সিয়াম আহমেদ লিখেছেন, ‘অসাধারণ একজন অভিনয় শিল্পী ছিলেন তিনি। পরম শ্রদ্ধা ম্যাডাম। ’
চিত্রনায়িকা কেয়া লিখেছেন, ‘আমার খুব পছন্দের মানুষটি না ফেরার দেশে চলে গেছেন। বিশ্বাস হচ্ছিলো না, কিন্তু কি করা! বাস্তবতা মেনে নিতে হবে। কখনও সরাসরি দেখা হয়নি। তার পরও খুব আপন মনে হতো। আপনাকে ভালোবাসি। অনেক মিস করবো। ’
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
জেআইএম/বিএসকে