সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সচিব মুন্সী জালাল উদ্দিন বাংলানিউজকে বলেন, রোববার (২৫ ফেব্রুয়ারি) ‘স্বপ্নজাল’ সেন্সর বোর্ডে দেখা হয়। আমরা কোনো রকম অসঙ্গতি খুঁজে পাইনি।
স্বপ্নজালে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমণি ও নবাগত চিত্রনায়ক ইয়াশ রোহান।
বাংলাদেশের বেঙ্গল ক্রিয়েশনস ও ভারতের বেঙ্গল বারতার যৌথ প্রযোজনায় ‘স্বপ্নজাল’ নির্মিত হয়েছে। তাই যৌথ প্রযোজনার নতুন নীতিমালা অনুযায়ী গত ৫ ফেব্রুয়ারি এফডিসিতে নবগঠিত প্রিভিউ কমিটির কাছে সিনেমাটি প্রদর্শিত হয়। প্রিভিউ শেষে কমিটি স্বপ্নজাল সেন্সরে জমা দেওয়ার অনুমতি দেয়।
যৌথ প্রযোজনার নীতিমালায় নতুন প্রিভিউ কমিটি গঠনে দেরি হওয়ায় সিনেমাটি বেশ কিছুদিন আটকে ছিলো। ছবিটি ৩০ মার্চ অথবা ৬ এপ্রিল মুক্তি পেতে পারে।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে গিয়াস উদ্দিন সেলিম তার দ্বিতীয় সিনেমা স্বপ্নজালের শ্যুটিং শুরু করেন। চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়ে ছবিটির শ্যুটিং হয়। কলকাতায়ও সিনেমাটির কিছু অংশের শ্যুটিং হয়।
পরী ও ইয়াস ছাড়াও স্বপ্নজাল-এ আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহিদুল আলম সাচ্চু, ফারহানা মিঠু, ইরেশ যাকের, শাহেদ আলী, আহসানুল হক মিনু ও হাসনাত রিপনসহ অনেকে।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
জেআইএম/আরআর