এরইমধ্যে উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে যুক্তি হয়েছে চলচ্চিত্রটির নাম। বিষয়টি নিয়ে নির্মাতা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন।
তিনি বাংলানিউজকে বলেন, ‘আয়োজকরা আমার চলচ্চিত্র নির্বাচন করেছেন। এজন্য আমি আনন্দিত’। ‘এতে বিশ্বব্যাপী তাপমাত্রা ও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ওপর যে বিরূপ প্রভাব পড়ছে, একটি মানবিক গল্পের মাধ্যমে সেই বার্তা তুলে ধরতে চেয়েছি। ’
‘মেঘে ঢাকা’র ইংরেজি নাম ‘লাইফ উইদাউট সান’। এর গল্প ও চিত্রনাট্য পরিচালকের নিজের। চলচ্চিত্রটির শ্যুটিং হয়েছে পাবনার আটঘরিয়া, রাজধানীর হাতিরঝিল, তেজগাঁও রেল স্টেশন, ফার্মগেটসহ বিভিন্ন স্থানে।
ফিল্মিয়ানা প্রোডাকশনের ব্যানারে ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন জনি হক ও মনজুরুল আলম।
কানের এবারের আসরে শর্ট ফিল্ম কর্নারে বাংলাদেশ থেকে আরও অংশ নিচ্ছে জসিম আহমেদের ‘আ পেয়ার অব স্যান্ডেল’। আসছে ৮ মে শুরু হয়ে ১৯ মে পর্যন্ত উৎসব চলবে।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
জেআইএম/এইচএ/