সাইফ আলী খান তৈমুরের নামটি পছন্দ করে রেখেছিলেন। নামটি রাখার পরই নেটিজেনরা ঝাঁপিয়ে পড়েছিলেন।
এনডিটিভির খবর অনুযায়ী, শনিবার (১০ মার্চ) এক সাক্ষাতকারে কারিনা জানান, সাইফ নাকি বিতর্কের জেরেই তৈমুরের নাম পরিবর্তন করে ‘ফৈজ’ রাখতে চেয়েছিলেন। কারিনা তাতে আপত্তি করেন। কোনোও চাপের কাছে তিনি নতি স্বীকার করতে রাজি ছিলেন না।
কারিনার মতে, তৈমুর নামের অর্থ হলো লোহা। কারিনা চান, তার ছেলেও নামে অর্থ অনুযায়ী একজন লৌহ মানব হয়ে উঠুক। জন্মের পর পাপারাৎজীদের দৌলতে সোশ্যাল মিডিয়ায় নতুন তারকা এখন তৈমুর। ওর ছবি বের হলেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এনিয়ে চিন্তায় কারিনা কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে এসে জানিয়েছিলেন। তৈমুরের প্রতিটি মুহূর্তের ছবি ভাইরাল হয়ে যাওয়ায় বাবা মা হিসেবে তারা খুবই চিন্তায় আছেন।
গত ২০১৬ সালের ২০ ডিসেম্বরে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ছেলে তৈমুরের জন্ম দেন কারিনা।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
এএটি