ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ছাড়পত্রের অনুমতি পেল শাকিব-বুবলীর ঈদের ছবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, মে ২০, ২০১৮
ছাড়পত্রের অনুমতি পেল শাকিব-বুবলীর ঈদের ছবি 'চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবির একটি দৃশ্যে শাকিব ও বুবলী

আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান ও শবনম বুবলী জুটির ছবি ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’।

উত্তম আকাশ পরিচালিত ছবিটি রোববার (২০ মে) সেন্সর বোর্ডে প্রদর্শিত হলে বোর্ড এটিকে ছাড়পত্র দেওয়ার অনুমতি দেয়।

পরে সেন্সর বোর্ড সচিব মোহাম্মদ আলী সরকার বাংলানিউজকে বলেন, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ দুপুরে সেন্সর বোর্ডে প্রদর্শিত হয় ছবিটি।

এতে কোনো রকম অসঙ্গতি পাওয়া যায়নি। তাই সেন্সর কমিটি ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র দেওয়ার জন্য নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। কয়েকটি কার্যদিবসের মধ্যেই ছাড়পত্র ইস্যু করে সংশ্লিষ্টদের দেওয়া হবে।

২০১৭ সালের ৬ অক্টোবর এফডিসিতে এ ছবির শুটিং শুরু হয়। চলতি বছরের এপ্রিলে ছবিটির নির্মাণ কাজ সম্পন্ন হয়।

এটি শাকিব-বুবলী জুটির পাঁচ নম্বর ছবি। এতে দু’জন বাংলাদেশের দুই অঞ্চলের মানুষ হিসেবে হাজির হতে যাচ্ছেন। ছবিটিতে শাকিব খান চট্টগ্রাম ও বুবলী নোয়াখালীর আঞ্চলিক ভাষায় ডায়লগ দিয়েছেন।

এরই মধ্যে ছবিটির প্রচারণা শুরু হয়েছে। পোস্টারের পাশাপাশি অনলাইনে প্রকাশ করা হয়েছে এর টাইটেল গানও।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ২০, ২০১৮
জেআইএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।