বাংলাদেশ সফররত বলিউড অভিনেত্রী ও ইউনিসেফের শুভেচ্ছা দূত প্রিয়াঙ্কা চোপড়া কক্সবাজারের জামতলী রোহিঙ্গা ক্যাম্পে উপস্থিতদের উদ্দেশ্যে একথা বলেন।
তিনদিন ধরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ৫টি রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা আরও বলেন, আপনার আমার সহযোগিতায় বদলে যেতে পারে রোহিঙ্গা শিশুদের জীবন।
এসব কথা তিনি ইউনিসেফের ফেসবুক ভেরিফায়েড পেজেও বলেন।
ইউনিসেফ সূত্র জানায়, ইনানীর রয়েল টিউলিপ থেকে ৫৮ কিলোমিটার দূরের জামতলী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে বুধবার সকালে তৃতীয় দিনের মতো রোহিঙ্গা শিবির পরিদর্শন শুরু করেন এই সাবেক বিশ্বসুন্দরী। সেখানে শিশুদের সঙ্গে হাসি-ঠাট্টা, গল্প আর খেলাধুলায় মাতেন সাড়ে ১২টা পর্যন্ত।
ওইসময় তিনি তাদের দুঃখের কথা, সুখের কথা শোনেন। তাদের মুখে হাসি ফোটানোর আপ্রাণ চেষ্টাও করেন বলিউডের এ অভিনেত্রী। পরে যান বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে। বালুখালীর শিশুদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা সময় কাটিয়েছেন। এরপর তিনি ফিরে আসেন হোটেল রয়েল টিউলিপে।
কক্সবাজারের পুলিশ সুপার আফরাজুল হক টুটুল জানান, তৃতীয় দিনের সফর শেষ। বৃহস্পতিবার (২৪ মে) সকালে তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যাবেন। সেখান থেকে তিনি প্রায় ১৫ মিনিটের জন্য ফেসবুক লাইভে আসবেন। পরে তিনি কক্সবাজার ছাড়বেন।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মে ২৩, ২০১৮
টিটি/এএ