ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

১০০ কোটির ঘরে আলিয়ার ‘রাজি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, মে ২৮, ২০১৮
১০০ কোটির ঘরে আলিয়ার ‘রাজি’ ‘রাজি’ ছবির দৃশ্যে আলিয়া ভাট

শত কোটির ঘরে পৌঁছে গেলো আলিয়া ভাট অভিনীত ‘রাজি’। ১০০ কোটির ক্লাবে ঢুকতে ছবিটি সময় নিয়েছে ১৬ দিন।

১০০ কোটি আয়ের দিক থেকে এ বছর চতুর্থ স্থানে রয়েছে ‘রাজি’। এর আগে রয়েছে- ‘পদ্মাবত’, ‘বাঘি টু’ ও ‘সোনু কে টিটু কে সুইটি’।

‘রাজি’তে আলিয়া একজন কাশ্মীরি কন্যা। নাম সেহমত। যিনি একজন ভারতীয় গুপ্তচর। তাই তিনি বিয়ে করেন পাকিস্তানি এক আর্মি অফিসারকে। এই চরিত্রটিতে অভিনয় করেছেন ভিকি কৌশল।

‘রাজি’ ছবির দৃশ্য১৯৭১ সালে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে এই ছবিটি নির্মিত হয়েছে। যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানের সঙ্গে ভারতের লড়াইয়ের বিষয়টিও উঠে এসেছে। ছবিটির শুটিং হয়েছে মুম্বাই, কাশ্মীর ও পাটিয়ালায়।

৪০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘রাজি’তে আলিয়ার মা সোনি রাজদানও অভিনয় করেছেন। আরও রয়েছেন রজিত কাপুর।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মে ২৮, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।