ইচ্ছা না থাকা সত্ত্বেও তিশার জেদের কাছে হার মেনে পালাতে বাধ্য হন ইরফান। দু’জন মিলে গ্রাম-জঙ্গল চষে বেড়ান।
এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘আমার বিয়ে’। তিন পর্বের ঈদের বিশেষ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। সম্প্রতি নাটকটির শুটিংও শেষ হয়েছে। বাংলানিউজকে অমি বলেন, ঈদে আমার মোট চারটি নাটক আসছে। এর মধ্যে ‘আমার বিয়ে’ নাটকটি অন্যতম। তিশা ও সাজ্জাদ ভাইকে নিয়ে কাজ করতে সবসময়ই ভালো লাগে। জটিল চরিত্রগুলো তারা সহজেই করে ফেলেন। এই নাটকেও তারা দারুণ অভিনয় করেছেন। আশা করি ‘আমার বিয়ে’ নাটকটি দর্শকের আনন্দ দেবে।
সাজ্জাদ-তিশা ছাড়াও এতে অভিনয় করেছেন শামীম হাসান সরকার ও সানজিদা তন্ময়সহ অনেকেই।
ঈদের দিন থেকে টানা তিনদিন নাটকটি দীপ্ত টিভিতে প্রচারিত হবে।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুন ০৫, ২০১৮
জেআইএম/টিএ