তবে এবার ঈদ উপলক্ষে হুমায়ূন আহমেদের বিখ্যাত গল্প ‘বোতল ভূত’ নিয়ে ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন হুমায়ূন পত্নী মেহের আফরোজ শাওন।
এ প্রসঙ্গে শাওন বলেন, “বাচ্চাদের নিয়ে অনেক কাজ করেছেন হুমায়ূন।
শিশুতোষ ধারাবাহিকটির নাট্যরূপ দিয়েছেন লুৎফর রহমান নির্ঝর। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশিদ, আজাদ আবুল কালাম, ঝুনা চৌধুরী, আব্দুল্লাহ রানা, ওয়াসেক, শাহনাজ সুমি, প্রীনন, জয়াত ও ঋত।
সাত বছরের হুমায়ূনকে বোতলে ভরে একটি ভূত উপহার দেন রবীন্দ্রনাথের মতো দেখতে এক ব্যক্তি। সেই ভূতকে দিয়ে তার সব সমস্যার সমাধান করান। শুধু তাই নয়, বোতল ভূতের সাহায্যে স্কুলে আয়োজিত ফুটবল ম্যাচও জিতে হুমায়ূনের রয়েল বেঙ্গল ক্লাব।
এমনি গল্পে নির্মিত হয়েছে নাটক ‘বোতল ভূত’। পাঁচ পর্বের এই ধারাবাহিক দুরন্ত টিভিতে ঈদের দিন থেকে ঈদের পঞ্চম দিন পর্যন্ত প্রতিদিন দুপুর দেড়টা ও রাত ৮ টায় সম্প্রচারিত হবে।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জুন ০৬, ২০১৮
জেআইএম/বিএসকে