গত ১ জুন ‘কোয়ান্টিকো’র একটি পর্ব ‘দ্য ব্ল্যাড অব রোমিও’তে দেখানো হয় একজন ভারতীয়, মূলত হিন্দু, একটি হামলার পরিকল্পনা করছে। যাকে আটক করেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কার উপর ক্ষোভ প্রকাশ করে একজন মন্তব্য করেছেন, নিজে একজন ভারতীয় হয়ে কী করে এই চিত্রনাট্যে সম্মতি দিলেন প্রিয়াঙ্কা? কী করে সেখানে অভিনয় করলেন? তাহলে কী হলিউডে নিজের জায়গা ধরে রাখতে গিয়ে ভারতীয়দের খাটো করতেও দ্বিধা করলেন না তিনি? এই প্রশ্নেই রীতিমতো তোপের মুখে পড়েন ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী।
এ ঘটনার পর রোববার (১০ জুন) ক্ষমা চেয়ে প্রিয়াঙ্কা টুইটারে লিখেছেন, এই পর্বটি প্রচারের পর কারও কারও ভাবাবেগ আঘাত লেগেছে। সে কারণে আমি ক্ষমাপ্রার্থী। কিন্তু যা হয়েছে তা কখনওই আমার ইচ্ছাকৃত নয়। এরকম কোনও উদ্দেশ্য আমার ছিলো না।
যোগ করে তিনি আরও লিখেছেন, তিনি একজন গর্বিত ভারতীয় এবং এই অনুভব কোনও পরিস্থিতিতেই বদলে যাবে না।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুন ১০, ২০১৮
বিএসকে