ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দুই বন্ধুর গল্প নিয়ে ‘বরিশাল বনাম চিটাগাং’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
দুই বন্ধুর গল্প নিয়ে ‘বরিশাল বনাম চিটাগাং’ ফারহান আহমেদ জোভান, প্রসূন আজাদ ও তানভীর,

মানিক ও রতন খুব ভালো বন্ধু। একজনের গ্রামের বাড়ি বরিশাল অন্যজনের চট্টগ্রাম। তারা দু’জন মিলে নেপালে ঘুরতে যান। সেখানে এক বাঙালি মেয়ের ব্যাগ ছিনতাই করে পালাচ্ছিলো এক ব্যক্তি। ব্যাগটি উদ্ধার করে মানিক মেয়েটিকে ফিরিয়ে দেন।

সে থেকে তার সঙ্গে মানিকের সখ্যতা গড়ে ওঠে। অপরদিকে ওই একই মেয়ের সঙ্গে ঘটনাচক্রে দেখা হয় রতনের।

একপর্যায়ে এই দু’জনের মধ্যেও অন্যরকম সম্পর্ক তৈরি হয়। মেয়েটি ছিল খুব বুদ্ধিমতি। তাই মানিক ও রতনের সঙ্গে সে সমান্তরালভাবে ভালোবাসার সম্পর্ক চালাতে থাকেন। তবে এই মেয়েটিকে নিয়েই মানিক ও রতনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়!

এমন মজার গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘বরিশাল বনাম চিটাগাং’। এটি রচনা করেছেন আহসান আলমগীর। পরিচালনা করেছেন দীপু হাজরা।

এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, প্রসূন আজাদ, তানভীর, আসিফ নজরুল প্রমুখ।

মঙ্গলবার (১৯ জুন) রাত সাড়ে ৮টায় এটিএন বাংলায় ‘বরিশাল বনাম চিটাগাং’ প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।