এবারের স্লোগান ‘অহংকার চূর্ণ করো/প্রেমে মন পূর্ণ করো’। উদ্বোধনী সন্ধ্যার সূচনা হবে ‘সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা’ ও ‘আগুণের পরশমণি’র পর দুটি কোরাস গানের মধ্য দিয়ে।
এই আয়োজনে কবিগুরুর প্রেম, প্রকৃতি, পূজাসহ বিভিন্ন পর্যায়ের গান গেয়ে শোনাবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার ৮০ জন শিল্পী। পাশাপাশি থাকছে দেশের বেশ কয়েকজন বরেণ্য শিল্পীর পরিবেশনা।
রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি তপন মাহমুদ বলেন, ‘প্রতিবারের মতো এবারও থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের বৈচিত্র্যময় গানের পসরা। অনুষ্ঠানে রবীন্দ্রপ্রেমীদের সবান্ধব উপস্থিতি কামনা করছি। ’
সংস্থার সাধারণ সম্পাদক সাজেদ আকবর জানান, আগামী ৪ আগস্ট সন্ধ্যা ৬টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শুরু হবে স্মরণ অনুষ্ঠানের সমাপনী আয়োজন।
বাংলাদেশ সময়: ০৩১১ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৮
বিএসকে/