ঢাকা, বুধবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ মে ২০২৪, ২০ জিলকদ ১৪৪৫

বিনোদন

এক নাটকে সাত চরিত্রে অপর্ণা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
এক নাটকে সাত চরিত্রে অপর্ণা অপর্ণা ঘোষ

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ সংগ্রামী মানুষের গল্প নিয়ে নির্মিত ‘ভার’ নামের একটি নাটকে অভিনয় করেছেন। আরাফাত সেতুর রচনায় নাটকটির চিত্রনাট্য-পরিচালনা করেছেন ম্যাক কামাল।

এই নাটকটিতে অপর্ণা ঘোষকে দর্শক একসঙ্গে সাতটি চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। এতে তার বিপরীতে রয়েছেন নির্জন আজাদ।

এছাড়া নাটকটির সংগ্রামী একটি চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী শরীফুল।

নাটকটির গল্প নিয়ে ম্যাক কামাল বলেন, মা ছাড়া কেউ নেই খোকনের। হঠাৎ দুর্ঘটনায় তার মা পা ভেঙে ঘরবন্দি। কিন্তু ছেলের কাছে মাকে সুস্থ করে তোলার অর্থ নেই। তাই টাকা উপার্জনের জন্য মাকে ছেড়ে শহরে চলে আসেন খোকন। ঘড়ি ধরে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেন সে। পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যায়। খোকন মাকে নিয়ে সব সময় একটা ঘোরের মধ্যে থাকে। 'ভার' নাটকের একটি দৃশ্যে অপর্ণা, নির্জন ও শরীফুল

‘এক কথায় বলতে গেলে এ দেশের লক্ষ লক্ষ অসহায় খোকন আছে, যারা প্রতিনিয়ত সংগ্রাম করছে পরিবার আর নিজের বেঁচে থাকা জন্য। এমন মা ছেলের মানবিক একটা গল্পই এটি। আশা করি নাটকটি দেখে সব মায়েদেরই হৃদয়টা কিছুক্ষণের জন্য হলেও ভার  হয়ে যাবে’, যোগ করেন তিনি।

নাটকটি শুক্রবার(২৩ নভেম্বর) রাত ৯টায় নাগরিক টিভিতে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ২৩ নভেম্বর ২০১৮।
ওএফবি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।