ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চম্পার নতুন ধারাবাহিক ‘চার দেয়ালের বাইরে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
চম্পার নতুন ধারাবাহিক ‘চার দেয়ালের বাইরে’ ‘চার দেয়ালের বাইরে’র একটি দৃশ্যে চম্পা ও অহনা

ঢাকা: ছোট পর্দায় এখন নিয়মিত অভিনয় করছেন চিত্রনায়িকা চম্পা। তার নতুন ধারাবাহিক নাটক ‘চার দেয়ালের বাইরে’।

কামরুল আহসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রিদম খান শাহীন।
এতে একজন শিল্পপতির চরিত্রে অভিনয় করেছেন চম্পা।

নাটকটির গল্পে নিজের ব্যক্তিগত জীবন, মেয়ের সাংসারিক দ্বন্দ্ব এবং ব্যবসায়িক নানা সমস্যার মুখোমুখি হন তিনি।

নাটকটি প্রসঙ্গে চম্পা বাংলানিউজকে বলেন, এতে অভিজাত শ্রেণীর মানুষের জীবনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। কাজটি করে আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেছি। গল্পের ভিন্নতা এবং নির্মাণে আধুনিকতার ছোঁয়া থাকায় নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।  

‘এর আগে ৭৬টি খণ্ড নাটক নির্মাণ করেছি। ‘চার দেয়ালের বাইরে’ আমার প্রথম ধারাবাহিক। দর্শকদের ভিন্ন স্বাদ দিতেই এটি নির্মাণ করেছি’, বলেন নির্মাতা রিদম খান শাহীন।

ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন জিতু আহসান, অহনা, লুৎফর রহমান জর্জ, হীরা, সাবেরি আলম, আল মামুন, সায়কা আহমেদ, তোফা হাসান ও শিশুশিল্পী মায়শারাসহ অনেকে।

২২ ডিসেম্বর থেকে ‘চার দেয়ালের বাইরে’ এশিয়ান টিভিতে প্রতি শনিবার ও রোববার সন্ধ্যা ৭টায় প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
এমআরএ/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।