আবীর খান ও রাশেদ শামীম স্যাম পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী, শহিদুল আলম সাচ্চু, অমিত হাসান, আল মনসুর প্রমুখ।
সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে ও ব্লকবাস্টার সিনেমাসে।
সিনেমাটির গল্পে দেখা যাবে-১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পোষ্ট অফিসে চাকরি করেন আরিফ। হঠাৎ একদিন পোস্টমাস্টার এর কাছে একটি চিঠি আসে আর তাতে লেখা থাকে ঐ পোস্ট অফিসের আশেপাশে যত এলাকা আছে প্রত্যেকটি গ্রাম থেকে যুবক ছেলেদের খুঁজে বের করে যুদ্ধের জন্য ট্রেনিংয়ে পাঠাতে।
চিঠির কথা অনুযায়ী আরিফ যুবক ছেলেদের যুদ্ধের জন্য পাঠাতে থাকে যেহেতু পোষ্ট অফিস তখন ছিল পাকিস্তান সরকার এবং সরকারি অফিস। পোস্টমাস্টার সরাসরি যুদ্ধে অংশ না নিয়ে নেপথ্যে থেকে যুদ্ধের জন্য সবাইকে সংগঠিত করতে থাকেন। এরপর ঘটে নানা ঘটনা।
বাংলাদেশে সময়: ১৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
জেআইএম