দিনটিকে স্মরণীয় করে রাখতে ন্যানসির নামে ৫ শতাংশ জমি লিখে দিলেন জায়েদ। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত ন্যানসি।
এ প্রসঙ্গে ন্যানসি বাংলানিউজকে বলেন, আজকের দিনে এটি আমার জন্য দারুণ উপহার এবং বিশেষ চমকও বটে। হুট করেই জায়েদ এই সিদ্ধান্ত নিলো।
জন্মদিনে ক্যারিয়ারের প্রথম জনপ্রিয় গান ‘পৃথিবীর যত সুখ’ নিয়ে বাংলানিউজের সঙ্গে আলাপ করেছেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, গানটি ২০০৬ সালে প্রকাশিত হয়েছিলো। গানটি প্রথমে রেকর্ডিং হয়েছিলো ‘হৃদয়ের কথা’ ছবির জন্য। কিন্তু পরবর্তীতে শুনি গানটি ছবিতে যাচ্ছে না। কথাটা শুনে কি যে কষ্ট পেয়েছিলাম বলে বোঝাতে পারবো না। কারণ এটিই ছিলো আমার প্রথম প্লেব্যাক। তবে কষ্টটা দীর্ঘায়িত হয়নি, গানটি পরবর্তীতে ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ ছবিতে ব্যবহৃত হওয়ায়। ছবিটি মুক্তির আগেই গানটি অডিওতে প্রকাশ পায়। অডিওতেই শ্রোতামহলে গানটি বেশ সাড়া ফেলে। এরপর ছবির মুক্তির পর গানটির জন্য চারদিক থেকে মানুষের প্রশংসা আর ভালোবাসা পেতে থাকি। পরের ঘটনা সবার জানা। এস এ হক অলিক ভাইয়ের কথায় গানটির সুর-সঙ্গীতায়োজন করেন হাবিব ওয়াহিদ ভাই।
তিনি আরও বলেন, সব সময় শুনেছি, একটি জনপ্রিয় গানের পেছনে কিছু গল্প থাকে। আমার বেলায়ও ব্যতিক্রম হয়নি, যা ভাবলে এখনও নিজের মধ্যে ভীষণ ভালোলাগা কাজ করে।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ১৩ ডিসেম্বর, ২০১৮
ওএফবি/আরআর