ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বিনোদন

শিহাব শাহরিয়ারের ‘প্রিয় বাংলাদেশ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
শিহাব শাহরিয়ারের ‘প্রিয় বাংলাদেশ’ শিহাব শাহরিয়ার

মহান বিজয় দিবস উপলক্ষে প্রথমবারের মতো ‘প্রিয় বাংলাদেশ’ শিরোনামে দেশাত্মবোধক গান নিয়ে দর্শক-শ্রোতামহলে আসছেন সঙ্গীতশিল্পী শিহাব শাহরিয়ার।

‘আমার বুকের মানচিত্র তুমি/তোমার মাঝেই হোক আমার নিঃশেষ/ছাপ্পান্ন হাজার বর্গমাইলে/দিও ঠাঁই আমার অবশেষ’- এমন কথার গানটি লিখেছেন গীতিকবি নিলয় সুন্দরম। শিহাবের সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

গানটি মঙ্গলবার (১৮ ডিসেম্বর) প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে। এতে মডেল হয়েছেন শিল্পী নিজেই। শিখা চিরন্তন, স্বাধীনতা চত্বরসহ ঢাকার বেশকিছু স্থানে গানটির ভিডিও নির্মিত হয়েছে। নির্মাণ করেছেন শতাব্দী ভব।

গানটি প্রসঙ্গে শিহাব শাহরিয়ার বলেন, শিল্পী হিসেবে দেশের প্রতি দায়দ্ধতা থেকেই গানটি করতে উৎসাহী হলাম। দেশের গানের প্রতি সবসময় আমার অন্যরকম একটা দুর্বলতা ছিল। এখন নিজ কণ্ঠে দেশের গান প্রকাশ করতে পেরে নিজের মধ্যে দারুণ ভালোলাগা কাজ করছে। আশা করি আমার ‘প্রিয় বাংলাদেশ’ গানটি দর্শক-শ্রোতাদের মনে কিছুটা দেশপ্রেম জাগাতে সহায়ক ভূমিকা রাখবে।  

সঙ্গীত পরিচালক সুমন কল্যাণ বলেন, শিহাব খুব প্রতিশ্রুতিশীল একজন শিল্পী। ওর আরও বেশ কিছু গান করা আছে, যেগুলো শিগগির প্রকাশ পাবে। আর দেশের গানটি আমরা সবাই যত্নের সঙ্গে করেছি। এখন গানটি শ্রোতাদের  ভালো লাগলেই কাজটি সার্থক হবে।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
ওএফবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।