ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

মৌসুমী হামিদের ‘আয়না’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৯
মৌসুমী হামিদের ‘আয়না’ ‘আয়না’ নাটকের একটি দৃশ্য

এক সময়কার জমিদার আজগরের একমাত্র মেয়ে আয়না। আয়না বদরাগী কিন্তু দয়ালু। জমিদারিত্ব নেই অথচ তার মেয়ে আয়না সারা গ্রামের মানুষকে ধমকে অস্থির করে রাখেন। আর এ কারণে গ্রামে নানা মজার ঘটনা ঘটতে থাকে। 

বদরাগী আয়না বাড়ির কাজের ছেলেটাকেও সামান্য কারণে প্রায় সময় নির্যাতন করেন। একদিন শিকারে গিয়ে আয়না বিপদে পড়েন।

সারারাত কাজের ছেলেটার সঙ্গে জঙ্গলের একটি গর্তে লুকিয়ে থাকতে হয়। এসময় ছেলেটার প্রতি তার দরদ বেড়ে যায় এবং তাকে ভালোবেসে ফেলেন।  

এমন একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘আয়না’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মৌসুমী হামিদ। নাটকটিতে আরও আছেন আবুল হায়াত, কল্যাণ কোরাইয়া, সুজাত শিমুল, নীলিমা নুপুর ও বাবু।  

জাহিদ বাবুলের রচনায় নাটকটি নির্মাণ করেছেন সেলিম রেজা। নাটকটির নির্বাহী প্রযোজক এম আতিকুল ইসলাম মানিক।

নির্মাতা সেলিম রেজা বাংলানিউজকে বলেন, বর্তমানে কাহিনীনির্ভর নাটক খুব কম হচ্ছে। তাই সম্পূর্ণ নির্মল বিনোদনের নাটক ‘আয়না’ নির্মাণ করলাম।

অ্যাড এশিয়ার ব্যানারে নির্মিত নাটকটি খুব শিগগির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯ 
এমআরএ/আরআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।