বদরাগী আয়না বাড়ির কাজের ছেলেটাকেও সামান্য কারণে প্রায় সময় নির্যাতন করেন। একদিন শিকারে গিয়ে আয়না বিপদে পড়েন।
এমন একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘আয়না’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মৌসুমী হামিদ। নাটকটিতে আরও আছেন আবুল হায়াত, কল্যাণ কোরাইয়া, সুজাত শিমুল, নীলিমা নুপুর ও বাবু।
জাহিদ বাবুলের রচনায় নাটকটি নির্মাণ করেছেন সেলিম রেজা। নাটকটির নির্বাহী প্রযোজক এম আতিকুল ইসলাম মানিক।
নির্মাতা সেলিম রেজা বাংলানিউজকে বলেন, বর্তমানে কাহিনীনির্ভর নাটক খুব কম হচ্ছে। তাই সম্পূর্ণ নির্মল বিনোদনের নাটক ‘আয়না’ নির্মাণ করলাম।
অ্যাড এশিয়ার ব্যানারে নির্মিত নাটকটি খুব শিগগির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯
এমআরএ/আরআর