ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

ভালোবাসা দিবসে আসছেন তৌসিফ-বৃষ্টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
ভালোবাসা দিবসে আসছেন তৌসিফ-বৃষ্টি নাটকের একটি দৃশ্যে তৌসিফ মাহবুব ও বৃষ্টি ইসলাম

২০১৮ সালে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘খেলাঘর’র মধ্য দিয়ে প্রথমবার জুটি বেঁধেছিলেন ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী বৃষ্টি ইসলাম। প্রায় এক বছর পর আবারও একসঙ্গে অভিনয় করলেন তারা।

বিশ্ব ভালোবাসা দিবসে আকাশ রঞ্জনের রচনায় ও পরিচালনায় ‘বিশ্বাস করলে পুরোটা, ভালোবাসলে সম্পূর্ণ’ নাটক নিয়ে হাজির হতে যাচ্ছেন এ জুটি।

নাটকটি প্রসঙ্গে বৃষ্টি ইসলাম বাংলানিউজকে বলেন, প্রায় এক বছর পর তৌসিফের সঙ্গে অভিনয় করলাম।

এটি আমাদের একসঙ্গে দ্বিতীয় কাজ। নাটকটিতে আমরা দু’জন স্বামী-স্ত্রী’র চরিত্রে অভিনয় করেছি। এতে দাম্পত্য জীবনে নানা ধরনের টানাপোড়নের গল্প উঠে আসবে। যেখানে একে অপরের প্রতি বিশ্বাস ও ভালোবাসাকে ভিন্নভাবে দেখানো হচ্ছে।

‘ভালোবাসা দিবস উপলক্ষে এই নাটকটি ছাড়াও সঙ্গীতশিল্পী তানজিব সারোয়ারে একটি মিউজিক ভিডিওতে আমি কাজ করছি। দু’টি কাজই ১৪ ফেব্রুয়ারি দর্শক দেখতে পাবেন’, যোগ করেন তিনি।

সম্প্রতি রাজধানীর উত্তরা ও ধানমন্ডিতে নাটকটির শুটিং হয়েছে। ভ্যালেন্টাইন'স ডে উপলক্ষে নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।