ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

বাবুর কণ্ঠে ‘খোঁপা করে চুল বেঁধো না’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
বাবুর কণ্ঠে ‘খোঁপা করে চুল বেঁধো না’ ফজলুর রহমান বাবু

অভিনশিল্পীর পাশাপাশি সঙ্গীতশিল্পীও হিসেবে শ্রোতামহলে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছেন ফজলুর রহমান বাবু। বর্তমানে অভিনয়-গান দুটোই সমানতালে চালিয়ে যাচ্ছেন তিনি।

তারই ধারাবাহিকতায় এবার ‘খোঁপা করে চুল বেঁধো না’ শিরোনামের গানভিডিও নিয়ে দর্শক-শ্রোতামহলে এলেন তিনি। শুক্রবার (২৫ জানুয়ারি) লায়নিক মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে তার কণ্ঠের এই গানটি।

প্লাবন কোরেশী’র কথায় গানটির সুর-সঙ্গীতায়োজন করেছেন এস কে সমীর। গানটি নিয়ে গীতিকবি, সুর-সঙ্গীতায়োজন এবং কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবু ভালোলাগা প্রকাশ করেছেন।

এদিকে সম্প্রতি বাবুর কণ্ঠে বেশ কয়েকটি অডিও-ভিডিও গান প্রকাশ পেয়েছে। গান করেছেন সিনেমাতেও। এছাড়া কিছুদিন আগে প্রকাশিত হওয়া মমতাজ’র সঙ্গে তার দ্বৈতকণ্ঠের ‘শূন্য বাড়ি’ গানভিডিওটি শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়েছে।

গানভিডিও লিংক: 

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।