ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

বাবার পরিচালনায় ছেলের অভিষেক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
বাবার পরিচালনায় ছেলের অভিষেক সানি দেওয়লের সঙ্গে করণ দেওল

এবার বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন বলিউড অভিনেতা সানি দেওলের ছেলে করণ দেওল। সানির পরিচালিত সিনেমা দিয়েই আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে তার।

বর্তমানে ছেলের অভিষেক সিনেমা ‘পাল পাল দিল কে পাস’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সানি দেওল। ভারতের মধ আইল্যান্ডে সিনেমাটির শুটিং চলছে।

সূত্র জানায়, গত ২৪ জানুয়ারি রাস্তার জ্যাম এড়িয়ে ওয়াটার বোর্ডে করে বাবা-ছেলে শুটিংয়ের জন্য মধ আইল্যান্ডে যাত্রা করেন। এর আগে তারা মুম্বাইয়ের জুহুতে দিনব্যাপী বেশকিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং করেছেন।

রোমান্টিক সিনেমাটিতে করণ দেওলের নায়িকা হচ্ছেন নবাগত সাহের বামবা। দু’জন মাসব্যাপী সিনেমাটির কাজ নিয়ে ব্যস্ত থাকবেন।

বিজয়তা ফিল্মস প্রযোজিত ‘পাল পাল দিল কে পাস’ ২০১৯ সালেই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।