ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভালোবাসা নিয়ে তাদের কিছু কথা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
ভালোবাসা নিয়ে তাদের কিছু কথা কণা-কোনাল-কর্ণিয়া-আনিকা

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসার এই দিনে সবশ্রেণীর মানুষের মধ্যে অন্যরকম একটা উদ্দীপনা কাজ করে।

বিশেষ করে তারকাদের কাছে দিনটি অত্যধিক গুরুত্ব বহন করে। কারণ এই দিনটিকে ঘিরে তারা দশর্ক-শ্রোতাদের জন্য দিনরাত পরিশ্রম করে নতুন নতুন কাজ উপহার দেন।

বিশেষ এই দিনে নিজেদের মতো করে ভালোবাসা এবং ভালোবাসা দিবস নিয়ে কয়েকজন তারকা কথা বলেছেন বাংলানিউজের সঙ্গে-

দিলশাদ নাহার কণা
ভালোবাসা একটি ভালোলাগার জায়গা। বলতে পারেন, একটা আশ্রয়। পারিবারিক আবহে সব সময় এই দিনটিকে উদযাপন করি। পরিবার আমার ভালোলাগা-ভালোবাসা এবং আশ্রয়ের জায়গা।

সোমনূর মনির কোনাল
ভালোবাসা প্রতি দিনের। সব সময়ের। এটা ঠিক, ভালোবাসা দিবস একটা বিশেষ দিন। যেদিনটাতে অনেকেই ভালোবাসা প্রকাশের উৎসাহ পাই। আবার ভালোবাসা দিবসকে ভালোবাসা প্রকাশের দিনও বলা যায়। অনেকেই বিভিন্ন সময়ে ভালোবাসা প্রকাশ করতে না পারলেও বিশেষ এই দিনে প্রকাশ করতে পারেন। আর ব্যক্তিগতভাবে আমি আমার বাবা-মা, স্বামী, পরিবারের পাশাপাশি বরাবরই ভক্ত-অনুরাগীদের ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাই। কিছুক্ষণের মধ্যেই বিশেষ এই দিনে সামাজিক যোগাগোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাবো।

জাকিয়া সুলতানা কর্ণিয়া
ভালোবাসা বলতে আমি বিশ্বাস, সম্মান, সততা এবং সচ্ছতাকে বুঝি। ভালোবাসা মূল্যায়িত হয় এগুলোকে ঘিরেই। প্রেম-ভালোবাসা বিনিময়ের ক্ষেত্রে এ বিষয়গুলোই দরকার পরে। আর এগুলো সেখানে থাকে না, সেখানে ভালোবাসা মর্যাদা পায় না। আর ভালোবাসা ছাড়া বেঁচে থাকা যায় না। সবার ভালোবাসা মূল্যায়িত হোক। সবাই ভালো থাকুক। সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।

তাসনিম আনিকা
প্রেম করার সৌভাগ্য-দুর্ভাগ্য কোনোটাই আমার হয়নি। তবে মনে ভালোবাসার কোনো কমতি নেই। আমার থেকে যে যতটুকু ভালোবাসার দাবি রাখে তাকে ততটুকু সম্মান দেওয়ার চেষ্টা সব সময়ই করি।
আর শুধু আজকে নয়, প্রতি দিনই আমার যত ভালোবাসা-প্রেম সবকিছু ‘মা’কে ঘিরে। মা-বাবা ই আমার সব। সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।