ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দশটা সিনেমা দেখে একটা বানাই, এটা নকল নয় গবেষণা: আফসারী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
দশটা সিনেমা দেখে একটা বানাই, এটা নকল নয় গবেষণা: আফসারী 'পাসওয়ার্ড'র পোস্টার ও মালেক আফসারী

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাসওয়ার্ড’ নিয়ে কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় বইছে। অনেকে বলছেন, শাকিব খান অভিনীত ও মালেক আফসারী পরিচালিত সিনেমাটি দক্ষিণ কোরিয়ান ‘দ্য টার্গেট’ সিনেমার নকল।

তবে নকলের অভিযোগ প্রসঙ্গে নির্মাতা আফসারী ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছেন। কখনো তিনি বলছেন, সিনেমাটি নকল নয়; আবার কখনো অভিযোগের বিষয়টি ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে সংবাদমাধ্যমে বিবৃতি দিচ্ছেন।

এই আলোচনার মধ্যে বুধবার (১২ জুন) মালেক আফসারীর সঙ্গে যোগাযোগ করে বাংলানিউজ। তিনি দাবি করেন, তিনি কখনোই মৌলিক গল্পের সিনেমা নির্মাণ করেননি। সবসময় ১০টা সিনেমা দেখে একটা সিনেমা নির্মাণ করেছেন, তাই এটাকে (পাসওয়ার্ড) নকল বলা যাবে না, এটা হচ্ছে গবেষণা (গবেষণার ফল)।  

‘অন্তর জ্বালা’খ্যাত এই নির্মাতা বলেন, ‘নকল নকল বলে চিল্লানোর কারণে ‘পাসওয়ার্ড’র প্রেক্ষাগৃহের সংখ্যা বেড়ে গেছে। শুরুতে মুক্তি পেয়েছে ১৭৭ হলে, কিন্তু দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি নতুন প্রেক্ষাগৃহসহ ২০৪টিতে চলবে। আমার মনে হয়, দর্শক হিট সিনেমা দেখতে চায়। মৌলিক সিনেমা তো আমার পাশেই চলছিল, কিন্তু সেটা প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে আমার সিনেমা নেওয়া হচ্ছে। এমন চারটা প্রেক্ষাগৃহের রিপোর্ট আমার কাছে আছে। আসলে এটা পাবলিসিটি হিসেবে কাজ করছে। ’'পাসওয়ার্ড'র শুটিংয়ে শবনম বুবলী ও মালেক আফসারী‘পাসওয়ার্ড’ কী তাহলে নকল গল্পের সিনেমা? এমন প্রশ্নের উত্তরে মালেক আফসারী বলেন, ‘আমি একবার না দশবার বলেছি, ভারতের ২৭টা ভাষায় সিনেমা হয়। সেখানকার যেকোনো ভাষার সিনেমার নকল হিসেবে যদি পাসওয়ার্ড প্রমাণ করতে পারে, তাহলে আমি ১০লাখ টাকা পুরস্কার দেবো। অনেকে দাবি করছেন তেলেগু ‘ডায়নামিক’র নকল, কিন্তু সেটা প্রমাণ করতে পারেনি, হলে অবশ্যই টাকা দিতাম। ’ 

দক্ষিণ কোরিয়ান সিনেমার নকল কি-না সে প্রসঙ্গে তিনি বলেন, ‘সেই সিনেমাটি প্রথমে ফ্রান্সে, এরপর কোরিয়াতে ও পরে হলিউডেও নির্মাণ হয়েছে। ‘দ্য টার্গেট’র দৈর্ঘ্য ১ ঘণ্টা ৩৭ মিনিট, কিন্তু আমাদের সিনেমাটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ১৭ মিনিট। আমি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এই নিয়ে যুক্তি দিয়েছি। ’

‘সিনেমাটি আমি বানিয়েছি দর্শকদের জন্য। তারা দেখছেন। তাছাড়া আমার সিনেমাটি সেন্সর পাশ, আনকাট ছাড়পত্র পেয়েছি। আর এই বিষয়গুলো সেন্সর বোর্ডের দেখার কথা। আমি সরকারি সনদ নিয়ে সিনেমা চালাচ্ছি। ’

‘আমি সবসময় বলে এসেছি আমি কোনো পণ্ডিত-ব্যারিস্টার না। আমি কোনো মৌলিক সিনেমা বানাই না। আমি দশটা সিনেমা দেখে একটা সিনেমা বানাই। আপনি যখন ডক্টরেট ডিগ্রি নেবেন তখন কী করবেন; লাইব্রেরিতে গিয়ে ১০০টা বই ঘাঁটবেন। এরপর নিজে একটা কিছু লিখে ডক্টরেট ডিগ্রি নিয়ে বের হয়ে যাবেন। ঠিক ব্যাপারটা এমন। এটা একটা গবেষণা। এটাকে গবেষণা বলে, নকল না’- বলেন মালেক আফসারী।

যদি দৃশ্যের সঙ্গে দৃশ্য ও চিত্রনাট্য মিলে যায় তখন সেটাকে কী বলে? এমন প্রশ্নের জবাবে এই নির্মাতা বলেন, ‘মিলুক! মিলতেই পারে। তাতে কী যায় আসে? পাবলিকেরতো কোনো মাথাব্যথা নেই। তারা দশবার করে সিনেমা দেখছে। আর আমার সিনেমা এখন পর্যন্ত ৯ কোটি টাকারও বেশি গ্রস সেল হয়েছে। ’

‘যারা নকল বলে সিনেমার প্রচার করছেন তাদের আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই। কারণ আমি কল্পনাও করিনি ১৭৭ থেকে প্রেক্ষাগৃহ ২০৪-এ যাবে। সবাই নকল বলে প্রচার করার জন্য এটা হয়েছে। কারণ মানুষের আগ্রহ আরও বেড়ে গেছে। নেগেটিভ পাবলিসিটিটা আমার জন্য পজিটিভ হয়েছে। আমার অনুরোধ থাকবে নকল শব্দটা আরও বেশি বেশি লিখবেন, এতে আমার উপকার হচ্ছে। ’

‘পাসওয়ার্ড’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। অ্যাকশন ও রোমান্টিক গল্পে সিনেমাটির স্ক্রিপ্ট লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। শাকিব খানের নিজস্ব প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস প্রযোজিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ইমন, অমিত হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জুন ১২, ২০১৯
জেআইএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।